![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছু লেখার চেষ্টা করছি, বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা চট্টগ্রাম। ঐখানে আমার জন্ম। ১৯৮০ সালের ২৮ অক্টবোর। তারপর অনেক চরাই উতরাই পার হয়ে জীবিকার তাগিদে ঢাকাতে। মাঝমাঝে ছবি তুলি। চাকুরির পাশাপাশি মনের চাহিদা মেটানোর জন্য ছবি তোলা। মনের কিছু কথা আছে যা বলতে গেলে বলা হয় না। তাই এইখানে আসা। আমার তোলা কিছু ছবি নিচের লিংকে গেলে দখতে পাবেন- http://www.flickr.com/photos/atikullah/ http://atikullah.blogspot.com/
৫২ এর ভাষা আন্দোলন = রাষ্ট্র ভাষা বাংলা চাই
৭১ এর মুক্তিযুদ্ধ = জয় বাংলা
৯০ এর গণতন্ত্র = গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক।
বাংলাদেশ ! যে জাতির অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকের এই দেশ। নানান যুক্তি, মত, চাওয়া, পাওয়ার মধ্যে আমারা বেঁচে আছি। আছি আনেক মিথ্যা কথার বলি, আশা, ভালবাসা, পাওয়ার মধ্যে।
তারপরও অনেক চাওয়া পাওয়া পূরণ হয়না, আশায় বুক বাধি। আবার অনেকের চাওয়া পাওয়ার ভয় হয়, আমরা কি করছি, নিজ নিজ স্বার্থ হাসিল করতে গিয়ে হয়ত দেশের ক্ষতি করছি নাতো !
ইয়াবা, ফরমালিন, ছিনতাই, রাজনৈতিক অস্থিরতা এইসব আমাদের চাওয়া নয়। চাই সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ।
এখন চলছে ডিজিটাল বাংলাদেশ গড়া সময়, পৃথিবীকে দেখানোর সময়- আগেও করেছি, এখনও করচি এবং পরেও করব। কিন্তু তার মানে এই নয়, যা ইচ্চা তা করব, যা ইচ্ছা তাই করব।
কর্তৃপক্ষকে নজর দেয়া উচিৎ, যেন আমাদের মাঝে সেই সব লোক নিজের হীন কাজ কর্ম দেশের জন্য কলঙ্ক হয়ে দাগ না লাগাতে পারে।
(পূর্বের লিঙ্ক শেয়ার করা হলো সুবিধার জন্য-
Click This Link)
©somewhere in net ltd.