নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
চলিতে চলিতে জীবনের এই বিচিত্র রথে
কহিলাম কত কথা
ক্রমে চলিয়াছি যেন ঐ অসীমের পথে
লভিতে সুখ ব্যথা !
সসীম জীবনে চলি করিল যে জন
অসীমের সীমাহীন সাধনা
মুক্তি তাহার কেবলি এ কথা মেন
সাধকের নহে যাতনা !
জানিনে কেমন ভজন সাধন করিল জীবন
মিছে সাধনার ছলে
কিভাবে লভিবে সে অসীমের সৃজিত বাঁধন
কোন ছলনার বলে !
লোক চক্ষুর আড়ালে রাখি আত্ম চোখ
চেয়ে দেখি অন্তরে
দেখি অন্তর মম চেয়ে আছে অপলক
অসীমের সেই বন্দরে !
পথের নাইরে সীমা নাইরে পথের শেষ
গাই সপ্তসুরে গান
গাইতে গিয়েই পথের মাঝে হব নিরুদ্দেশ
বলে কাঁদল মনপ্রাণ !
আত্মা অসীম পথ অসীম পরমাত্মা এক
বিশ্বাসে কথা কই
অবিশ্বাসী মানব যত মহাগ্রন্থ ঘেঁটে দ্যাখ
আমি মিথ্যেবাদী নই !
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ !
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩
রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: মরমী কবিতা।
+
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
রুদ্র আতিক বলেছেন: বিশেষণ, বিশ্লেষণ ও মন্তব্যের জন্য ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
অনিরুদ্ধ কিরন বলেছেন: সাধু সাধু