নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

উল্টো রাজার দেশে

১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৮


''উল্টো পথে চলছি মোরা উল্টো রথে চড়ি
উল্টো রাজা মাথার উপর ঘোরান সদা ছড়ি ।
উল্টাপাল্টা অনেক কিছু উল্টো রাজার দেশে
শয়তান গুলো থাকে সেথা ভালো মানুষ বেশে ।

পিয়ন থেকে শুরু করে খায় সেথা সব ঘুষ
ঘুষ না পেলে রাজার লোকের থাকেনা কোন হুঁশ ।
পণ্যের দাম বেড়েই চলে প্রতি দিনে দিনে
রোজার মাসে সেসব বাড়ে আরও কয়েক গুণে ।

অথচ চাষি, কিষাণ, মজুর মরছে খেটে নিত্য
এসব দেখে রাজার লোকের ভরে মন-চিত্ত ।
কালীহাতির মালেক দিল সোনার ধানে আগুন
মহাসড়কে কেউ আলু ঢালে কেউবা ঢালে বেগুন ।

ন্যায্যমূল্য না পাওয়াতেই এমন আজব প্রতিবাদ
চলে উন্নয়নের আলোচনা আর এসব থাকে বাদ !
সদা নগরমুখী লক্ষ মানুষ শরীর কেবল সম্বল
লক্ষ্য তাদের দুমুঠো ভাত লক্ষ্য লোটা কম্বল !

শিক্ষাগত যোগ্যতা হয় ত্রিশ বছরেই শেষ
লক্ষ বেকারে ভরে আছে মধ্যম আয়ের দেশ !
এই দেশেতে ধর্ষিত হয় শিশু থেকে ছাত্রী-কর্মী-সেবিকা
এসব নিয়ে লেখেনা তেমন দেশের লেখক-লেখিকা ।

হাইকোর্টকেও হাইকোর্ট দেখায় ঢাকায় থাকা ওয়াসা
পানির অভাবে হাজার মানুষ দেখছে চোখে ধোঁয়াশা !
শ্রমিক লোকের টাকা মেরে শিল্পপতি দেয় যাকাত
নামাজ না পড়েও কেউ তর্ক করে তারাবী কয় রাকাত !

উল্টো রাজার দেশের কথা বলবো কত আর
চলছে উল্টো পথে উল্টো রথে উল্টো কারবার !''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০১ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: বাহ!!!

বেশ।

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪৩

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, চমৎকৃত ! কিন্তু আর মনে হয় এই ব্লগে লেখালেখি করা যাবে না ! এটা বুঝি বন্ধই করে দিল !

২| ১৭ ই মে, ২০১৯ রাত ৩:১১

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪৫

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত ! তবে বেশি দিন আর অনুভূতি ব্যক্ত করা যাবে না বোধহয় !

৩| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪৬

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম !

৪| ১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর তো

১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪৬

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, চমৎকৃত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.