নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
মনের ভেতর লুকিয়ে আছে হাজার রকম শব্দ
সেসব নিয়ে ভাবতে গেলে পেরিয়ে যাবে অব্দ
রচতে গেলে কাব্য তারা ভেতরেই হয় স্তব্ধ
উপভোগ করে হেসে যেন কবির লেখার শ্রাদ্ধ ।
কবি যিনি নাছর তিনি দেন না লেখায় ক্ষান্ত
কথার মালা সাজিয়ে গড়েন কবিতা জল জ্যান্ত
ছন্দ মেখে শব্দ গুলো কবিতায় হয় মূর্ত
কবির কাছে শব্দ যেন বল্গা হারা ধূর্ত ।
মন এক আজব বাহন শব্দ শকট সম
গাড়ী চলে তেলে যেমন শব্দে মন মম
মন ছাড়া হয় কি মানুষ শব্দ ছাড়া কাব্য
মনের মতো শব্দ যত সবই মধুর শ্রাব্য ।
শব্দ গুলো কচি কাঁচা কবির মন প্রাণ
শব্দ ঢেলে কবি রচেন মনের মতো গান
প্রসব ব্যথায় প্রাণ ওষ্ঠাগত প্রসব পরে শান্ত
শেষের আগে কবিও তেমন লেখা শেষে শ্রান্ত ।
বসে বসে কবি রচেন হয়তো কবিতা অল্প
এই কবিতা ঘিরেই থাকে হাজার রকম গল্প
শব্দ নিয়ে খেলা কবির তিনি শব্দ কারিগর
যেন কবির মনে বসত করে শব্দ পারাবার ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৫ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ ।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১০
রুদ্র আতিক বলেছেন: মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম । লাইক প্রদানের জন্য ধন্যবাদ । শুভকামনা আপনার জন্যও !
২| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৯
মেঘ প্রিয় বালক বলেছেন: খুব সুন্দর করে প্রকাশ করেছেন। মন্তব্যর জন্য সবুজ বাটনে চাপবেন, পদাতিক চৌধুরিকে দেওয়া আপনার মন্তব্যর নোটিফিকেশন পদাতিক চৌধুরীর কাছে পৌছবে না। বিণয়টা এমন যে আপনি আপনার নিজের পোস্টে নিজেই মন্তব্য করেছেন। পদাতিক চৌধুরী এবং আমাকে মন্তব্যর জবাব দেওয়ার জন্য সবুজ তীরে চাপেন।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১২
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ । হ্যাঁ সব ঠিকই ছিল শুধু চাপাচাপিটা ঠিক হয়নি, এই যা ! পুনশ্চঃ ধন্যবাদ আবারও !
৩| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৯
রুদ্র আতিক বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ আপু !
৪| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: ্মোটামোটি।
২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২০
রুদ্র আতিক বলেছেন: অনেক অনেক বেশি ভাল লাগলো, আরও বেশি অনুপ্রাণিত হলাম । ধন্যবাদ
৫| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:০০
মাহমুদুর রহমান বলেছেন: বাহ বাহ ........
দারুণ লাগলো।
২২ শে জুন, ২০১৯ সকাল ১১:৩৮
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছন্দময় কবিতায় মুগ্ধতা।++
পোস্টে প্রথমে লাইক।
শুভকামনা জানবেন।