![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরেই কিছু লিখে পোস্ট করবো ভাবছি। কিন্তু লেখা কিছুতেই আসছে না। অথচ আমি অস্থির হয়ে আছি। কিছু একটা না লিখলেই নয়। তাই পাঠকদের কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি কিঞ্চিত বিরক্তি উপহার দেয়ার জন্য।
বেশ কিছুদিন ধরেই সুন্দর একটা আইডিয়া মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু যেই লিখতে বসেছি অমনি মনে হল-হুদ্দাই!
আবার সারাদিন মন চরিত্র গুলোকে নিয়ে খেলা করে। কিন্তু আমার যে অন্যমনস্ক হওয়ার জো নেই। হিউম্যান রেস আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে নিচ্ছে। সবাই ছুটছে। তোমাকে ও ছুটতে হবে।
প্রেমে ছ্যাকা খাওয়ার পর একবার বিশাল এক পোস্ট লিখেছিলাম। আর এখন সেটা নিজের কাছেই লেম মনে হচ্ছে বাট কেমন যেন একটা ভালো লাগা ও কাজ করছে। অনেকটা "ওরে আশিক এতো বড় একটা ছ্যাকা খেলি শুধুমাত্র একটা গল্প লেখার জন্য"।
আমি আবার লম্বা রেসের ঘোড়া। সত্যি বলতে কি আমি পড়তে ভালোবাসি। আবার নিজে যখন লিখি তখন অল্পতে একদম পোষায় না। বাস্তব জীবনের বাচালতা লেখায় অনুদিত হয়। অবশ্য আমার লেখালেখির সময় সত্যিকার নির্জন সময়। রুঢ় বাস্তব দিক চিন্তা করলে আমার সাথে কথা বলার মানুষ নেই বলেই হয়ত লিখতে বসেছি।
না,বিষন্নতা আর নয় পাঠক। তবে স্বপ্ন তো মনে আছে। সে মনের একমাত্র মালিক আমি। আর স্বপ্ন দেখার ব্যাপারে আমি বেশ চ্যাম্পিয়ন ক্যাটাগরীতেই আছি।
সহ ব্লগার ও পাঠকবৃন্দ মাঝে মাঝে বিরক্ত করে যাবো। সবাই সুস্থ্য থাকবেন। ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
মৃদুভাষণ বলেছেন: হুম।
লিখে ফেলবো।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: লিখে ফেলুন না| হোক হুদ্দাই