![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ আমি জানি 'প্রাক্তন' সিনেমার ওই ডায়লগটা খুব জনপ্রিয় হয়েছিল। যেখানে অপরাজিতা ঋতুপর্ণাকে বলছিলেন, আমার কাছে এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় , সুন্দর করে বাঁচা। তার সব টুকু নিয়ে ভালোবাসা। অবশ্যই কথাটা সত্যি। কিন্তু একবারও কি বলা হয়েছে, যে মেনে নেওয়ার পরিধিটা ঠিক কতটা থাকবে!
মানতে মানতে যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাহলেও ঘুরে দাঁড়ানো নিষেধ কিন্তু এই এডজাস্টমেন্ট শব্দটাতে।
মানতে পারলাম না বস। এডজাস্টমেন্ট মানে প্রতিবারই আমি একাই ছাড়বো, তোমার তরফ থেকে শুধুই আসবে অপমানের হালকা জ্বালা।
এর নাম বোধহয় জোর করে মেনে নেওয়া, ভালোবাসা নয়।
আমার মতে ভালোবাসার অর্থ, আমারই দুটো হাত দিয়ে তালির আওয়াজ তোলা নয়, আমার একটা হাত আর তোমার একটা হাতের ঘর্ষণে হাততালি বাজানো। বেশ নাহয়, আমিই একটু বেশি আকাশ ছাড়লাম তোমায় ভালবেসে, কিন্তু তুমি মাঠের যে প্রান্তে শুরু করেছিলে সেখানেই দাঁড়িয়ে থাকলে স্থির হয়ে, এক পাও হাঁটলে না আমার সাথে, একে ভালোবাসা বলে না। আমার কাছে এটার অর্থ নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান বিকিয়ে দিয়ে বেঁচে থাকা। এর নাম এডজাস্টমেন্ট নয়, শুধুই বেঁচে থাকা।
তাকেই পুরুষ হিসাবে, প্রেমিক হিসাবে সম্মান করবো, যে রাতের অন্ধকারে হলেও একবার অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করে ভাববে, ইশ্ বড্ড কষ্ট দিয়ে ফেলেছি।
প্রেমিকার অভিমান ভাঙাতে যে ইগো নামক শব্দ টাকে, জনারণ্যে ভাসিয়ে দিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলবে, তুমি তো জানো আমি ভুলভাল, এবারের মত ক্ষমা করো।
এটাকে বলে এডজাস্টমেন্ট। তখন তার সবটুকু নিয়ে ভালোবাসা যায়। একতরফা ছেড়ে দেওয়ার নাম কোনোদিন এডজাস্টমেন্ট হতে পারে না।এর নাম অনলি স্যাক্রিফাইস। মিশিয়ে ফেলো না দুটো শব্দকে।
©somewhere in net ltd.