![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপকথা,
অতঃপর রংচটা কোনো এক শহরের অলিতে গলিতে হয়ত পুনঃরায় দেখা হবে
নিতান্তই পুনঃরায়ের প্রয়োজনে।
জানোই তো,পৃথিবীটা অসম্ভব রকমের বেখেয়ালি।তোমাকে তোমার এড়িয়ে চলা থেকে পালাতে দিবেনা।
তোমার গোলকধাঁধায় তুমিই অাটকে যাবে।
শুনছো তুমি,
অতঃপর কোনো এক সাদামাটা ক্যানভাসে মনের ভুলে অামি বারবার সেই পুরনো তোমাকেই অাকঁবো। পেন্সিলের সরু প্রান্তে বিক্ষত হবো সেই পুরোনো আমিই।
পুনঃরায় ঠোটের কোণায় হাসি জড়ানো তৈলচিত্রটাও নিছক অবহেলারই প্রতীক হবে।
দিনশেষে অতঃপর, পুনঃরায় আর পুরনোতেই হয়তো শেষ হবে আমাদের ডায়েরী।
হেই নীলাঞ্জনা,
খুব করে চেয়ে বসা তোমাকেও একদিন ঠিক ভুলে যাবো।খুব করে ভালোবাসা নীল রংটাও একদিন এড়িয়ে যাবো।
খুব যত্নে লেখা কবিতাগুলোও একদিন ছিঁড়ে ফেলবো। চোখের কোণায় অসময়ে জমে যাওয়া জলের ফোঁটাটাও একদিন অালতো করে মুছে ফেলবো।
সত্যি বলতে একদিন তুমিময়ের আমিটাকেই মেরে ফেলবো।বেঁচে থাকবো কেবল তুমিহীন আমি।শুধুই আমিময়ের অামি কিংবা অতঃপরের গল্প যেখানে কেবল গল্পগুলো রংহীন হবে, সেদিনেরই অপেক্ষায়।
হ্যা,জানি অন্য কারো ছিলেনা কখনওই! ভুলে যাবো তোমায়, কিন্তু মনের ভেতরে জমানো ভালবাসাটাকে লালন করে যাবো।
সবশেষে বলবো না, প্রিয়তমা ভালবাসি তোমায়।
"Tu payaar Hein kisi aur ka!"
"Tujhe chahta koyi aur hein!"
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আত্মাহীন খোলসে পরিণত হবে দেহটা!