নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশি, এখানে সবার লেখনি পড়ে অবাক হই আর নিজে ও লিখার চেষ্টা করি

আতোয়ার রহমান বাংলা

আমি বাংলাদেশি, এখানে সবার লেখনি পড়ে অবাক হই আর নিজে ও লিখার চেষ্টা করি

আতোয়ার রহমান বাংলা › বিস্তারিত পোস্টঃ

সড়কে যেন মৃত্যুর মিছিল চলছে। জীবনের কি কোনো মূল্য নাই?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩


ছবি: গুগল থেকে নেয়া
প্রতিদিনের খবরের কাগজ পড়ে চোখে পানি এসে যায়, রোজ কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। সড়কে যেন চলছে মৃত্যুর মিছিল।
আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে বাসচাপায় সাদিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীর গেটে বাসচাপায় ৭১ টেলিভিশনের কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনায়ও মিলেছে বেপরোয়া গাড়ি চালানোর আলামত।
ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তা সিরাজুল ইসলামকে ধাক্কা দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেয় ‘শিকড় পরিবহনের’ একটি বাস। একই দিন হাতিরঝিল রেডক্রিসেন্ট হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী নামের এক পোশাক শ্রমিক নিহত হন।
মিরপুর-২ নম্বরের সনি সিনেমা হলের সামনে নূর-এ-মক্কা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন মিরপুরের বিসিআইসি কলেজের ছাত্র রুবেল আহমেদ। একই দিন মাতুয়াইলে অজ্ঞাত বাসের চাপায় সাইদুল ইসলাম নামের এক পথচারী শ্রমিক নিহত হন।
২৩ সেপ্টেম্বর বাড্ডা লিংক রোডে বাসের ধাক্কায় রাশেদুল ইসলাম টিটু নামের এক যুবক নিহত হন।
১৭ সেপ্টেম্বর খিলক্ষেতে যাত্রীবাহী বাসচাপায় রাইড শেয়ারিং কম্পানি ‘পাঠাও’য়ের এক যাত্রী নিহত হন।
১৬ সেপ্টেম্বর রাতে খিলগাঁওয়ে তরঙ্গ প্লাস নামের বাসচাপায় মনিরুল ইসলাম নামের এক অটোরিকশাচালক নিহত হন।
চালকরা যে কত বেপরোয়া তার প্রমাণ মেলে ১৫ সেপ্টেম্বর হাতিরঝিলের এক ঘটনায়। শনিবার ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে মাইক্রোবাস চালিয়ে যাচ্ছিলেন চালক রাজীব। পুলিশ প্লাজার পাশের ব্রিজে যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রিজের ওপরের ফুটপাতে উঠে গিয়ে সজোরে ধাক্কা দেয় রেলিংয়ে। রেলিং ভেঙে গাড়িটি হাতিঝিলের পানিতে পড়ে যায়। ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত চালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। হাতিরঝিল থানার ওসি ফজলুল করিম বলেন, ‘চালক পালিয়ে গেছে।’
একইভাবে ৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে ফাঁকা রাস্তায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়। ওই দিনই খিলগাঁওয়ে বাসের ধাক্কায় ফাহিম রাফি নামের নর্থ সাউদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র নিহত হন।
৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরানোর সময় এক পথচারীকে চাপা দিয়ে হত্যা করে।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষির সময় নিহত হয় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজীব। আহত হয় আট শিক্ষার্থী। ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়।কোমলমতি শিশুদের নিরাপদ সড়ক আন্দোলনের পরও বন্ধ হলো না সড়কে মৃত্যুর মিছিল।

আর কতো মায়ের কোল খালি হবে? আর কত? জীবনের কি কোনো মূল্য নাই?

প্রতিদিনের খবরের আপডেট পেতে আজকের প্রসঙ্গ এর সঙ্গে থাকুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.