![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি, এখানে সবার লেখনি পড়ে অবাক হই আর নিজে ও লিখার চেষ্টা করি
ছবি: গুগোল
মানুষ বিয়ে করে কেন? এই প্রশ্ন করার সাথে সাথে যে কেউ একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গী দিয়ে প্রশ্নটিকে দেখে থাকে। কেউ বলে এটা একটা শরমে কথা, কেউ বলে বংশ বৃদ্ধির জন্য, কেউ বলে সৃষ্টিকর্তার নিয়ম তাই এটা করতে হয়। আমার এক বন্ধু ছিল সে আমেরিকা হতে ছুটিতে দেশে এসেছে। তার বড় ভাই একটা সরকারী ব্যাংকের কর্মকর্তা। ছোট ভাই বিদেশ করে এসেছে দেশে এবার তাকে বিয়ে করাতে হবে। আর তাই বড় ভাইটি তার অফিসের এক সহকর্মীর মেয়ের জন্য তার ছোট ভাইকে নিয়ে যাবে পাত্রীর বাসায়। কিন্তু বাধ সাধলো ছোট ভাই। তার কথা হলো আমি বিয়ে করার মত মানসিক প্রস্তুতি নিয়ে দেশে আসিনি। আগামীতে দেশে এসে বিয়ে করবো। কিন্তু বড় ভাই মেয়ের পক্ষ তথা তার অফিস সহকর্র্মীকে কথা দিয়ে দেওয়াতে বিয়ে না করলেও মেয়ে দেখতে যেতে হবে। তাই একদিন রওনা হলো মেয়ে দেখতে। সাথে আমাকে নিয়ে নিলো আর আমাকে বলে রাখলো আলী ভাই আপনি এমন কিছু উদ্ভট প্রশ্ন করবেন যাতে মেয়ের পক্ষ আমাদের পছন্দ না করে এবং বিয়ে যাতে এখানে কিছুতেই না হয়। মেয়ের বাসায় গেলাম। ছিমছাম পরিপাটি ড্রইং রুম। রুম ভর্তি মানুষ। মেয়ের সাথে মেয়ের ভাবী রয়েছে একাধিক। বন্ধুটি আমাকে ইশারা করতেই আমি মেয়েকে প্রশ্ন করলাম আচ্ছা বলুনতো মানুষ বিয়ে করে কেন? আমার প্রশ্ন শুনে রুমের সবাই হতবিহ্ব¦ল। সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে হত্যাকারী জর্জ বুশ। কিছুক্ষন নিস্তবধতার পর আমি বললাম আমার প্রশ্নটি আপনারা কেউ নেতিবাচক ভাবে নেবেন না, প্লিজ। কোরাস কন্ঠে সবাই বলল আমরা কেউ এর উত্তর জানি না। আপনাকে এ উত্তর দিতে হবে। আমি বললাম এটা একটা High Thought প্রশ্ন। আমি বললাম মানুষ বিয়ে করে, সামাজিক স্থিতিশীলতাকে বৈধ ভাবে বজায় রাখার জন্য। সামাজিক স্থিতিশীলতা হচ্ছে একটি সমাজ চলমান থাকা। ইউরোপের অনেক দেশ রয়েছে যেখানে মৃত্যু হার বেশী কিন্তু জন্ম হার কম। ফলে সেখানে এক সময় মানুষ শুন্য হয়ে পরবে। আর মানুষ শুন্য হয়ে পরলে সেখানে সমাজ বলতে কোন কিছু থাকবে না। কারন মানুষ হলো সামাজিক জীব। সমাজের জন্য মানুষের প্রয়োজন। আবার বিয়ে ছাড়াও সন্তান জন্ম দেওয়া যাবে তবে সেটা হবে অবৈধ ভাবে। তাই এখানে বলা হচ্ছে মানুষ সামাজিক স্থিতিশীলতাকে বৈধভাবে বজায় রাখার জন্য বিয়ে করে।
জীবনের এরকম নানাবিধ মজার মজার সব সমস্যার সমাধান পেতে দেখতে পারেন জীবনযাপন প্রসঙ্গ
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
আতোয়ার রহমান বাংলা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: It's a paradox