![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[আন্ডার]আমি আপনাদেরই একজন। এটা আমার দ্্বিতীয় সত্ত্বা। আশেপাশের সবাই যে যার মত বুদ্ধিমান, তাই আমি হয়েছি বোকা।[/আন্ডার]
জীবনের কোন একদিন অতীতে নষ্ট আলোড়নে যাত্রায় গমন করেছিল বোকাই। মানে আমি। মানে........(?).। সেদিন রাতে যাত্রার নাটক নামের বুকফোলানো গলাবাজি আর উহার ফাঁকে ফাঁকে ছেড়া টাইপ কাপড় পড়ে ডবগা মাইয় গুলোর স্তন উচানো ঢ্যাংঢ্যঙানি নর্দন কুর্তন স্মৃতিতে স্থায়ী কর্দমের ভেজা ভেজা আনন্দ হয়ে আছে । যাত্রার মঞ্চে সে নাটকের মাঝে খানিক আগের এক নর্তকীর স্তনের উন্মোচিত নিম্নাঞ্চলের আলোচনায় নাটকের নিন্দায় যাত্রার নেশায় কলকির অভাব হয় একনিষ্ঠ এক দর্শকের; বলে রেগেমেগে, আপনি আমার নাটকের বাল বোঝেন। সে বাক্য আজ ভেসে ওঠে মনে টিভির পর্দায় একটু আগে আমার স্বজাতির ক্রিকেট সৈন্যদের দম্ভভরা হাদারাম খেলার পরাজিত সমাপ্তিতে। কনঠ বাধ না মেনে বন্যার তোড়ে বলে ওঠে, [রং=ৎবফ][সাইজ=4]তোমরা আমার বাল খেল[/সাইজ][/রং]। ঝাকড়া চুলের বাবরী দোলা দিয়ে শেষ ওভারে টেইলর মিয়া দুই ছক্কায় আর এক চারে সারা বছরের আহার ভক্ষণ করিল আর আমাদের নড়াইল এক্সপ্রেস বাল মার্কা কয়খান যা বল ছুড়িলনা। একখান আবার ক্রিজ ভুলে দেখতে গিয়েছিল আগের ছক্কাখান কেমনে হইল।শাহাদাৎ বাল ছেড়া হ্যট্রিক খান করে জেতার আশনাই চরম ভাবে না জাগালেই ভাল হত। বেচারা !! সৈন্যদল হারিল তবে জাতির কান্নার তোড়ে খাল হয়ে যাওয়া চোখের কোণায় পানি বর্ষন আনিয়া। পানি দেখিয়া খাল প্রেমি রাজার রানী কিন্তু খুশি হইলেও হইতে পারে, ।................
২| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: চোর ভাই মাশরাফি immatured একটা পেলেয়ার। আপনের কি মনে হয়।
৩| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০৬
অতিথি বলেছেন: মাশরাফি ঠিক আছে। ক্যাপটেন্সির ভুল। আমি ক্যাপ্টেন হলে ফরহাদ রেজাকে বল করতে দিতাম। (রফিক বা রাজ্জাক ছাড়া বাকি স্পিনাররাও রিস্কি। কারণ, ছককা হওয়ার চান্স বেশি। মিডিয়াম পেস এই পরিস্থিতিতে বেস্ট অপশন।) পাইলট সাহস পায় নাই।
৪| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০৯
অতিথি বলেছেন: হ এইটা তো চিন্তা করিনাই। আপনি ঠিকই বলেছেন।
৫| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৪
অতিথি বলেছেন: এখন সব দোষ পাইলটের........এই রকম ঝুলাই বল করলে আপনি ও 6 মারতে পারবেন
৬| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৬
অতিথি বলেছেন: দোষ আমার আমি বোকা তাই , ঝগড়া কইরেন নারে ভাই। ব্লগে বহুত গরম হাওয়া বইছে আর না।
৭| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৯
অতিথি বলেছেন: রাইট চোর। লাস্ট ওভারের ক্রুসিয়াল টাইমে ফাস্ট কিংবা আনরিলায়েবল স্পিন অ্যাটাক পরিহার করা ক্রিকেটের ব্যাকরণ শুদ্ধ।
যাউকগা, বোকাই দাদার একটা কথা বেশ মনে ধরছে। এরকম লেখা লিখলে মনের ভার হালকা হয়। ঠিক কথা, মনের কথা, প্রাণের কথা, হক কথা, দশ কথার এক কথা!
৮| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২০
অতিথি বলেছেন: বোকাও তাইলে মনের কথা বলে ।
৯| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২১
অতিথি বলেছেন: শান্তি আর পাইলাম কই. ওকে ট্রাই করি
১০| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২২
ঝরা পাতা বলেছেন: মাশরাফি ফিনিশিং-এ অলওয়েজ ব্যাড। 1 ওভারে 17 রান এই পরিস্থিতি যদি সামাল দিতে না পারে এতাদিন ক্রিকেট খেলে তবে 1 ওভারে ছয় রান সামলাবে কেমনে? বানেচোত। মেজাজটা খারাপ কইরা দিছে।
১১| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২৬
অতিথি বলেছেন: বাইনচোতের চেয়ে বানেচোত শুনতে ভাল লাগল । মাশরাফি নেট এ ঢুকে যদি পরতে পারত।!!
১২| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৩৭
অতিথি বলেছেন: হ....
১৩| ০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৪৯
আপন তারিক বলেছেন: ধুর !!! এটাই তো হইলো ক্রিকেট। জিতলে তো আবার মাথায় তুইলা নাচতেন। এসব মেনে নিয়ে খেলা দেখতে হবে।
ওহ আপনার লেখাটা এক্কেবারে খারাপ হইনি!!!
১৪| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ৯:৪৭
অতিথি বলেছেন: ধন্যবাদ তারিক।
আরে বদ্দা সুমন যে , কখন আইলেন?
১৫| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ৯:৫২
পথিক!!!!!!! বলেছেন: জেনেসিস, খুচরামি, মেটামরফাসিস.....
বোকাই আনলো বোকাবুলি।
আতলামি গুলো পড়তে খারাপ লাগেনা কন্তিু। চালায়ে যাও বোকাইভাই।
১৬| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ৯:৫৭
অতিথি বলেছেন: খুচরামি এই লিস্টে কেন?
১৭| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১০:০৩
পথিক!!!!!!! বলেছেন: কেন চোর সমস্যা কি?
১৮| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১০:০৮
অতিথি বলেছেন: খুচরামি অনেক হাই থটের জিনিস।
১৯| ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১০:০৮
অতিথি বলেছেন: পথিক মিয়া মুই অন্যরটা জানিনা আমার মনের কথা আমার বোকাবুলি।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০১
অতিথি বলেছেন: আমার ধারণা, বাংলাদেশ এই সিরিজ 3-2 এ হারবে। জিম্বাবুয়েকে যতোটা দুর্বল ভাবা হয়, তার অনেকটাই মিডিয়ার অপলাপ। মাঝখান থেকে ক্ষতি হবে বাংলাদেশের। সবাই ভাববে, এরাতো দুর্বল জিমবাবুয়ের চাইতে খারাপ! কিন্তু বাংলাদেশ আজও তার আসল সামর্থ অনুযায়ী খেলেছে। দোষ দেই না।