![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
রক্তিম বর্নমালায় সজ্জিত
হে আমার সংগ্রামী মাতৃভাষা!
তুমি আমার বলিষ্ঠ শ্লোগান
আমর দীপ্ত উচ্চারন ।
উড়ালি-বিড়ালি
উচাতন মনে
নব আশার সাতকাহন ।
আমার কথা বলা
আমার কবিতার ছন্দ
আমার যত আনন্দ-বেদনা।
আমার সংস্কৃতি-শিল্প
টকশো আর চায়ের আসরে আড্ডায়
আলোচনা –সমালোচনা।
আমার স্বপ্ন দেখা
আমার ভালবাসা
এযে, হৃদয়ে হৃদয়ে প্রোথিত গান।
সত্যের হুংকারে
মানবতার জয়
বহু যুগ ব্যপিয়া অনিবান।
এতো নয় কেবল
একটি ভাষা
কিছু অক্ষরের সমষ্টি শুধুমাত্র।
চিত্ত চেতনায় এযে,
অনাবিল সুখানুভুতি
আমার অস্তিত্ব।
এযে শিরায় শিরায়
রক্তকনিকায় কম্পন,
ফাল্গুনের আগুনে ঝলসে উঠা।
দেশ প্রেমে জাগুরুক প্রতিটি নাগরিক
প্রতিটি মুক্তিযুদ্ধার শপথ বানী
কখনো তিক্ত কখনো মিঠা।
বাতিল হায়নার হিংস্র থাবার
এযে, উত্তাল জবাব
দুষ্টের দমন সৃষ্টের পালন।
এতো নয় সময়ের ম্যাপে
খন্ডিত সিমানা আঁকা
বিশ্বজুরে নব এক জগারন।
এযে, বাঁধন হারা
এযে, স্বাধীনচিন্তা ধারা
এযে,স্রষ্টার অপার করুনা
শ্রেষ্ঠ দান, আমার অর্চনা।
©somewhere in net ltd.