![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস। ভাই এটাই প্রচলিত তাই এটাই ঠিক। কিন্তু আমরা ভুলে গেছি আমাদের একটা বাঙলা নিজস্ব সংস্কৃতি আছে। আছে বাংল মাস বছর। অবশ্য ১লা বৈশাখে শুধুমাত্র একদিন আমাদের মাঝে এ সংস্কৃতি চর্চা মাথাচাড়াদিয়ে উঠে। উম্মদানা সৃষ্টি করে। কথাটি হতে পারতো দেশ প্রেম জাগ্রত করে। উম্মাদনা কেন? এর কারন ভাষা সংস্কৃতির প্রতি যদি আমাদের দৃষ্টি থাকতো বা দেশ প্রেম উদ্ধুদ্ধ হতাম তাহলে ৮ই ফালগুন ই হতো আমাদের ভাষা দিবস। ১লা বৈশাখে একমাত্র হুযুগে মেতে আমরা বাংলা সংস্কৃতিচর্চায় মাতি। ঐ একটা দিনই। এরপর বাঙলা মাসের আর খবর নাই।
ফালগুন এলে মেতে উঠি আবার বষন্ত উৎসবে। কিন্তু ভুলে যাই ৮ই ফাল্গুন। ভুলে যাই ২১ নয় আমাদের চেতনা ৮ই ফাল্গুনে। আজ আমাদের বাংলা মাসের চর্চা শুধু সংবাদ পত্রে আর এদেশের কৃষকদের মাঝে সিমাবদ্ধ। কৃষকরা বাংলা মাস অনুসারে তাদের চাষাবাদ করে। ফসল ঘরে উঠায়।
৮ ই ফালগুন আমাদের ভাষা আদায়ের দিন। আমি নিজেই জানিনা ১৯৫২ সালে এই সময় বাঙলা কোন সাল ছিল। এটা আমার অপরাধ নয় এটা আমার দূর্বলতা আমার লজ্জা।
কিন্তু এ লজ্জা থেকে মুক্তির সময়তো শেষ হয়ে যায়নি। আন্তর্জাতিক ভাবে ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী থাক না। আমরা নিজেরাকি পারিনা ৮ ই ফাল্গুনকে ভাষা দিবস হিসেবে পালন করে ভাষা শহীদেদের প্রতি সম্মান দেখাতে?
এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত । মনে যা আসলো তাই বললাম, শেয়ার করলাম সকলের সাথে। আল্লাহ সবার মঙ্গল করুন।
©somewhere in net ltd.