নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

একুশে বই মেলা মানে হুমায়ুন আহমেদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

২১ শে বই মেলা এলেই মনে পাড় সেই মানুষটার কথা যার নাম হুমায়ুন আহমেদ। মনে পড়ে নতুন নতুন হিমু সিরিজ কিংবা মিসির আলী কিংবা কানা বাবা শুভর উপন্যাসের কথা।

আমি হুমায়ুন আহমেদ এর একজন ভক্ত পাঠক। আমি যেদিন থেকে তার বই পড়তে শুরু করেছি তারপর থেকে যতগুলো একুশে বই মেলা হয়েছে প্রায় সবকটিতে আমি যেতে চেষ্টা করেছি। তার বই কিনেছি। তাকে দেখার জন্য তার অটোগ্রাফ নেয়ার জন্য কখনো সময় প্রকাশনী, কখনো অন্যন্য প্রকাশনী, কখনো .... প্রকাশনীগুলোতে ছুটে বেড়িয়েছি। তার কোন নতুন বই বের হলে পরিচিত সবার আগে আমার কেনা চাই। কেমন যেনো একটা অন্যরকম অনুভতি হতো সে সময়। হুমায়ুন আহমেদ আমার পরিবারের প্রিয় লেখক বলা চলে । বাসায় একটি বই কিনে নিলে সাথে সাথে রিতিমত কাড়াকারি লেগে যেতো বাবা-মা ভাই বোন সবার মধ্যে। কার আগে কে পড়বে।

আশে পাশের হুমায়ুন ভক্তরাও বই নেয়ার জন্য ভিড় করত আমার বাসায়। বাসায় হুমায়ুন আহমেদের বই দিয়ে রিতিমত একটি ব্যাক্তিগত পাঠাগার গড়ে ফেললাম।

আজ হুমায়ুন আহমেদ নেই। আজ নুতন বইও নেই। কেউ কেউ অবশ্য তাকে নিয়ে সৃতিকথা লেখে কাটতি বাড়াচ্ছেন। এসব সৃতিকথা পড়লে মন খারপ হয়ে যায় তাই কিনিও না পড়িও না । বই পড়ার আগ্রহটা আছে কিন্তু ২১ শে বই মেলায় যেয়ে বই কেনা নিয়ে হুলস্থুল করা সেই আগ্রহটা আর নেই। কেমন যেন মিইয়ে গেছে। হুমায়ুন বিহিন ২য় বই মেলা ২০১৪ চলছে। একবার ভাবি যাই আমার তো আরো অনেক প্রিয় লেখক আছে তাদের বই কিনি। কিন্তু হুমুয়ুন আহমেদ ছাড়া বই মেলা কল্পনাও করতে কেমন অসস্থি লাগে আমার। তাই আর যাওয়া হয় না।



আমার মত হুমায়ুন ভক্ত সবার অনুভতি এরকম কিনা জানিনা। তবে একুশে বই মেলা মানে হুমায়ুন আহমেদ এটাতে সবাই একমত হবে আশা করি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

ধলা বিলাই বলেছেন: Sir k maje maje vison miss kori... Vai.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.