নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

ফালুগুন এলোরে এ বাংলায়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

ফুল ফুটুক আর না ফুটুক

আজ কিন্তু বষন্ত

জেগে উঠো কম্বলাবৃত

আর থেক না ঘুমন্ত।



নয়া বষন্তের ডাক এসেছে

নয়া যৌবনের হাতছানি

সৌরভে মৌ মৌ পুস্প পল্লবে

ভুলে যাও আজ দু:খ গ্লানী।



প্রানে প্রানে আজ বষন্ত বাহার

হৃদয়ে হৃদয়ে দোল লাগায়

উচ্ছাস আনন্দে পাগল জাহান

ফালুগুন এলোরে এ বাংলায়।



ফালগুুন এল;

এটা কি শুধ বষন্তের আগমন?

এর আবেদন খুবই গভীর

এযে, ভাষার মাস ভুলে গেলে অবুঝ মন।



বাংলা ভাষার সংগ্রাম এযে

কৃষ্টি সংস্কৃতি প্রতিষ্ঠায়

অধিকার আদায়ের জেহাদ এযে



বলব কথা বাংলায়।



ফেব্রুয়ারী কেনো বল

বল ফালগুন আমার চেতনা

মনে জাগাও দেশাত্ববোধ

বদলে ফেল ভাবনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.