নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করে দে মা মনিরা

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯

গত কাল আমার প্যান্টের পকেট কেটে টাকা নিয়ে গেল সুপ্রভাত বাসে। আমার মেয়েরা প্রায় দেড়মাস হলো নানা বাড়ীতে। আজ বৃহস্পতীবার তাদের আনতে যাব এই পরিকল্পনা ছিল। কতদিন মেয়েদের দেখিনা। কিন্তু সব পরিকল্পনা মাঠে মারা গেল। পকেটমারের ব্লেডের খোঁচায়।





দু:সময় যেনো আমার পিছু ছারছেনা। এর শুরু হয় ২০০৬ সালে। আমি যে এন.জি.ও তে চাকুরী করতাম তার পতনের মধ্য দিয়ে। এন.জি.ও টি সরকারী নিষেধজ্ঞার কবলে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় রোজি রোজগারের ধান্দা। আমি অন্যত্র চাকুরী চেষ্টা করি। এর মধ্যে বাবা ইন্তেকাল করলেন। আমার অবস্থা দিনকে দিন কাহিল থেকে কাহিল হতে লাগল। আত্মীয় -স্বজন বন্ধু বান্ধব সবাই কেমন যেনো দুরে সরে যেতে লাগলো। তাদের কথাবার্তা ব্যাবহারে বড়ই অচেনা মনে হতো তাদের। খুব বেশী প্রয়োজন না হলে কারো সাথে যোগাযোগ করতাম না। অনেকটা নিজের মাঝে নিজেকে নিয়ে বস্ত থাকা। এমনকি শশুর বাড়ী রসে হাড়ি সেখানেও তেমন যেতাম না। আমর শশুর বউ আর বাচ্চা কে নিয়ে যেতো। তখণ আমি তাদের আনার জন্য যেতাম।



নিজের অবস্থা পরিবর্তনে সচেষ্ট হলাম। বাবার পুরোনো দোকানটিকে ঘষে মেঝে ব্যাবসা শুরু করলাম। পাসাপাসি কোনমতে একটি চাকুরী যোগার করলাম নিকস্থ একটি গার্মেন্টেস এর এম.আই.এস অফিসার হিসেবে। গার্মেন্টস এর শ্রমিক মালিক দন্দ্বক্লীষ্ট পরিবেশে সেখানেও এক বছরের বেশী চাকুরী করা গেল না। অবশ্য সাথে সাথে আরো একটি প্রতিষ্ঠানে পেয়ে যাই ডাটা এন্ট্রীর কাজ। কিন্তু যার কপালে সুখ আল্লাহ লেখেনি সেকি তার স্বন্ধান সহযে পায়? এর মধ্যে জানা গেলো আমার পূর্বের নিষেধাজ্ঞা আরোপিত প্রতিষ্ঠান এ চাকুরী করা কালে আমার নামে একটি মামলা হয়েছে। সেরের উপর সোয়া সের। এমনেই কষ্টে সৃষ্টে দিন চলে এরপর আবার নতুন ভাবে মামলা ঝামেলা। ল্যা ঠ্যালা সামলা। যাহোক জামিনে থেকে মামলায় হাজীরা দিচ্ছি এখনো। রায় কি হয় ? কবে হয় জানি না? হাতে টেনেটুনে মাসিক বেতনটা ছারা আর কোন সম্বল নেই। এভাবেই চলছে।





মেয়েগুলো আজ কতদিন হল দুরে আছে । মোবাইলে তাদের কথা শুনি। তাদের কাছে পেতে ইচ্ছে করে। আদর করতে ইছ্চে করে। বেতনটা পেলেই তাদের কাছে যাবো কত পরিকল্পনা আমার। এর মধ্যে যদি এমন অকস্মাত নিয়তির খরগ এসে পরলে কোথায় যাই? মরার উপর খরার ঘা যেনো।



কেনো এমন হয় আমার সাথে বারে বারে। এর আগে এই বাসে আমার মোবাইল নিয়ে গেল। তখন বড় বোন একটি মোবাইল দিল। সেটাও গত বছর বাসা থেকে জানালা খুলে বড় বাঁশের মাথায় জাল লাগিয়ে দুরের উচু জায়গাথেকে চার্জ দেয়া অবস্থায় চুরি হয়ে যায়। আসলে কপালে যদি না থাকে ঘি ঠক ঠকালে হবে কি?



মেয়েগুলোকে বলেছিলাম বাবা আসছি। কিন্তু সে কথা রাখা হলো না বুঝি। অজাচিতরা চুরি করে নিয়েছে তোদের স্বপ্ন । ক্ষমা করেদে মা মনিরা।



কেন এমন হয় জানিনা।

আল্লাহই ভাল জানেন।

স্বপ্ন আর আশা গুলো চুরি হয়ে যায়।

কেন এমন হয় আমি জানিনা।



কেন বারে বারে মুরগী আমিই হই জানিনা।

জবাই আমিই হই জানি না।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন বারে বারে কষ্টগুলো ফিরে আসে জানিনা।

সাবার কাছে কেন হতে বেকুব মানব জানিনা।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন বারে বারে জীবন পথে কাঁটার খোঁচা জানিনা।

ঘরে বাইরে সর্বত্র যেনো কি একটা অমানীষা জাানিনা।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন বারে বারে হোচটখাই জানিনা।

রক্তক্ষরনের পর উঠে দাড়িয়ে কেন আবার পতন হয় জানিনা।

আল্লাহই ভাল জানেন ।

কেন এমন হয় আমি জানিনা।



কেন সবার কাছে অপদার্থ প্রমানিত হই জানিনা।

চারপাসে শুধু ঘুরছে কিসের যেনো অশনি সংকেত জানিনা।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন রুটি রোজগারের ধান্দায় বাগরা জানিনা।

একি কোন অভিশাপ নাকি পরিক্ষা নাকি শাষ্তি জানিনা।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন আমার কারনে সবাই থাকে অস্বস্তিতে জানিনা।

ভজঘট গোলমোলে পরিবেশর আমিই কেন মূল হোতা জানিনা।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন দু:সময়ে আপনজন বন্ধ বান্ধব ভূল বুঝে জানিনা।

কেন হারিয়ে যায় আস্থার জায়গা টুকু জানিনা।

আল্লহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



কেন পিতা সন্তানদের কাছে যেতে পারেনা জানিনা।

মাথায় হাতরেখে আদর করার ইছ্চে দমন করতে হয় জাানিনা।

আল্লাহই ভাল জানেন।

কেন এমন হয় আমি জানিনা।



জানিনা কেন ভাল ছেলে হতে পারলাম না ?

জানিনা কেন ভাল ভাই হতে পারলাম না?

জানিনা কেন ভাল স্বামী হতে পারলাম না?

জানিনা কেন ভাল বন্ধু হতে পারলাম না?

জানিনা কেন ভাল কর্মী হতে পারলাম না?

জানিনা কেন ভাল প্রতিবেশী হতে পারলাম না?

জানিনা কেন ভাল নাগরিক হতে পারলাম না?

জানিনা কেন ভাল একজন মানুষ হতে পারলাম না?



হাজারো কেন উত্তর আমি জানিানা

আল্লাহই ভাল জানেন।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২০

রোহান খান বলেছেন: খুবি কস্ট পেলাম। নিজের প্রতিছবি খুজে পেলাম আপনার মাঝে -
ভাই - আপনার পার্সোনাল মেইল আইডি থেকে একটা মেইল আশা করছি।
[email protected]

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।

২| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

সাইলেন্স বলেছেন: আপনি তো পুরাই আউট অফ লাক। :(

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
আমি কিন্তু হতাশা থেকে কথা গুলো লিখিন। আমি জানি আল্লাহ আমার সাথে আছেন। যেমঙ্গলময় তাই তিনিকরেছেন। আমি নাদান মানুষতো তাই কষ্ট পাছ্চি। আপনাদের মত বন্ধুদের সাথে কথা গুলো শেয়ার করে বুকটা একটু হালকা করলাম। এই যা।

৩| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

স্পেলবাইন্ডার বলেছেন: এটা গল্প নাকি সত্যি ঠিক বুঝলাম না! তবে যদি সত্যি হয়ে থাকে তবে আল্লাহর উপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
হ্যা আল্রাহই একমাত্র ভরসা। আমি তার ইবাদত করি তার কাছেই সাহায্য চাই।
ঘটনাটি যদি গল্পও ভাবেন এঘটানাগুলা হরহামেশা ঘটছে কিন্তু। আমার ঘটনাটি নিদারুন সত্য।

৪| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

মিথিলা মাহমুদ বলেছেন: আহা! আশাকরি খুব তারাতারি ভালো কিছু হবে। আপনিও চেষ্টা চালিয়ে যান।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আবার ঘুরে দাড়াবার তেৌফিক দান করেন।

৫| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩

জাহাঁপনা। বলেছেন: কারো দিন একরকম যায় না ... আল্লাহ ভরসা

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
আল্লাহ ভরসা। আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছি।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

চারশবিশ বলেছেন: সহানুভূতি রইল

আরও একটু সচেতন হলে ঝামেলা কমে যাবে ইনশাআল্লাহ

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৩

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
সবই ভাগ্য। যা হওয়ার তা হবেই। আমি দির্ঘ ১৫ বছরের চাকুরী জীবনে কখনো আমার সাথে এমন একটি ঘটনা ঘটবে ভাবিনি।

৭| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

আতিকুল০৭৮৪ বলেছেন: মানুষের খারাপ সময়,সেটা আপনার হচ্ছে,আশা হত হয়েন না,আল্লাহ পাক সামনে ভাল কিছু দিবেন।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৫

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
আল্লাহর রহমতের আশাই আছি।

৮| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪

শহুরে কাউয়া বলেছেন: ভাই, বোন হিসেবে সাহায্য করতে পারি? প্লিজ?

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

আতা স্বপন বলেছেন: Dear sister Thanks a lot for ur kindness. Only pray for me.

৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৮

সুমন কর বলেছেন: আশা করি, সৃষ্টিকর্তার কৃপায় আপনি সকল বাঁধা জয় করে সামনে এগিয়ে যাবেন।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
দোয়া করবেন।

১০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুর্দিন কারো দীর্ঘস্থায়ী হয় না। আবার আমাদের সবার জীবনেই এরকম দিন আসে। এসবই আল্লাহ্‌র তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা -তা একেকজনের জন্যে একেকরকম, কিন্তু কঠিন সময় সবার জীবনেই আসে। আশা হারাবেন না, আল্লাহ্‌র উপর ভরসা রাখুন।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৭

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
আমি কিন্তু হতাশা থেকে কথা গুলো লিখিন। আমি জানি আল্লাহ আমার সাথে আছেন। যেমঙ্গলময় তাই তিনিকরেছেন। আমি নাদান মানুষতো তাই কষ্ট পাছ্চি। আপনাদের মত বন্ধুদের সাথে কথা গুলো শেয়ার করে বুকটা একটু হালকা করলাম। এই যা।

১১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো । সবকিছুতে ভাল হোন।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।

১২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৯

মোমেরমানুষ৭১ বলেছেন: এটা গল্প নাকি সত্যি ঠিক বুঝলাম না! তবে যদি সত্যি হয়ে থাকে তবে আল্লাহর উপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে।

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৪

তৌফিক মাসুদ বলেছেন: কিছু ছদকা করুন, তাহলে ইনশাআল্লাহ আপনি বিপদমুক্ত হতে পারেন।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
ইনশাল্লাহ করব।

১৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:৩৩

দে-দৌড় বলেছেন: ভাই আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। [email protected]

১৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:৩৩

দে-দৌড় বলেছেন: ভাই আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। [email protected]

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।

১৬| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০০

উদাস কিশোর বলেছেন: আতিকুল০৭৮৪ বলেছেন: মানুষের খারাপ সময়,সেটা আপনার হচ্ছে,আশা হত হয়েন না,আল্লাহ পাক সামনে ভাল কিছু দিবেন।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।

১৭| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

হেডস্যার বলেছেন: :(

১৮| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

চারশবিশ বলেছেন: ভাই ঘটনা কি?
কতজন আপনার উত্তরের অপেক্ষায় আছেন, আর আপনি হাওয়া

১৯| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০২

বোধহীন স্বপ্ন বলেছেন: আল্লাহ্‌র উপর ভরষা রাখুন। দুঃখের পর একদিন সুখ আসবেই....

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি। আল্লাহ ভরসা।

২০| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

কেমন জোগো বলেছেন: সবুরে মেওয়া ফলে। আমার জীবনেও এমন অবস্থা ছিল। এখন আমি অনেক ভালো আছি। মাসে প্রায় ১২০০০০ বেতন পাচ্ছি। ভালো থাকুন সাময় এই কামনায়।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।
আমি কখনো এতো বেশী ধণ-সম্পদ আশা বা টাকা পয়সা আশা করিনা। শুধু যেটুকু প্রয়োজন তাই যেন আল্লাহ দেন। দেন অভাবের তারনায় তাকে ভুলে না যাই। কষ্টতো থাকবেই তবে তা যেনো সইতে পারি। সুখ পেলে যেনো গা ভাসিযে না দেই। সবসময় তার রহমতের কথা স্মরন রাখি।

২১| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

হাসান-২০১৩ বলেছেন: সপন ভাইয়ের কেন এই দু:সময় জানি না! আল্লাহই ভাল জানেন, আমি জানি নাহ!!!......ইনশাআল্লাহ, তা কাটিয়ে উঠবেন. :(

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

আতা স্বপন বলেছেন: ধন্যাবাদ মন্তব্য করে আমার দু:খ শেয়ার করার জন্য। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষন করুন। বিপদে আপনাদের মত বন্ধুদের পাসে পাওয়ার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.