![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
আপনারা দুই নেত্রী ঠিক থাকবেন । একজন আরেকজনকে সমবেদনা জানবেন। এই নিয়া মান অভিমান করবেন। আর আমরা জনগন আগুনে ঝলসে কাবাব হব।
আমাদের জন্যতো কই আপনারা দুজন এক সাথে বসে সংলাপ করে শান্তি আনার চেষ্টা করলেন না। আমাদের সমবেদনা জানানোর জন্য কারো মাথা ব্যাথা নাই। নিজেরা নিজেরা ঠিকই আছেন। মরে আমাদের মা বাবা ভাই বোন।
দেশ জ্বলছে জাহান্নাম আগুনে। সেদিকে নজর নাই। যেখানে জনগনের স্বাভাবিক মৃত্যুর গেরেন্টি নাই। যখন তখন প্রান যাবার আশংকা। তাদের কোন গতি না করে যার স্বাভাবিক মৃত্যু হয়েছে তার জন্য সমবেদনা জানানোর বারাবাড়ি করা কতটুক যুক্তিযুক্ত? আপনারা একজন আরেজন রে নানা ছলেবলে কলে কৌশলে ডিফিট দিতে ব্যস্ত। আর আপনাদের পাটা পতুার ঘষা ঘসিতে মরিচের মত আমাদের নিরিহ জনগনের কর্ম সারা। একজন যাবেনা সমবেদনা জানাতে আরেকজন দিবেন ধন্যবাদ। বাহ! আপনাদেরতো ভাল মিলমিশ। তাইলে বাইরে এতো গন্ডগোল ক্যান? কেন নিরিহ জনগন মরে? আপনারা খেলেন মান অভিমান খেলা আর জনগনের অকালে যায় বেলা।
কেউ বলে নাটক করছে । কেউ বলে সমবেদনা জানাতে না দিয়ে রাজনৈতিক সৃষ্টার ভংগ হয়েছে। এইতো কাদাছোড়া ছুরি খেলা। কিভাবে বর্তমান সংকট থেকে জাতিকে পরিত্রান দেয়া যায় তার কোন কথা কারো মুখে নাই। সবাই আছে কে কারে কিভাবে ডিফিট দিবে তার চেষ্টা। আর এইসব কর্মকান্ড তাদের রাজনৈতিক মাঠে ময়দানে বক্তৃতায় হরাহামেশা আমরা শুনছি। কিন্তু যতই তারা নিজেরা একে অপরকে কাবু করতে চেষ্টা করুক এটা সত্য যে জনগনের কথা ভাবার সময় কারো নাই। এদিকে সবাই এক অভিন্ন। কত মিল। জনগন এর উন্নয়নের জন্য মিল নাই। বাঁশ দেবার বেলায় মিল। কারন সব রসুনের পাছা এক জায়গায়।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৬
অন্য পুরুষ বলেছেন: কথা সইত্য !
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৩
খেলাঘর বলেছেন:
আপনাদের আবদার শুনলে বুঝা যায়, আপনাদের মন ভালো, মাথার খবর নেই!
উনারা ওখানে আনন্দে নেই, উনারা কারো না কারো কাজ করে খাচ্ছে।