![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
বাংলাদেশর জয় পুরো জাতির জয়। আমাদের নিয়ে মিডিয়ায় আছে আলোচনা -সমালোচনা।
বিশেষ করে রুবেলের ব্যাক্তিগত জীবন নিয়ে কঠাক্ষ । যা করেছেন পাকিস্তানি একজন ক্রিকেটার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। করতেই পারেন। তবে একটু শালিনতা দরকার ছিল। আবার এটা নিয়ে আমাদের ভিতর কাজ করছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। হওয়া টা অস্বাভাবিক নয়।
রুবেল আমাদের হিরু। কথা সত্য। তবে তাই বলে সে নিষ্পাপ এটা ঠিক নয়। আমরা আমাদের ঘরের দোষটা লুকানোর চেষ্টা করে ভালোটা প্রকাশ করবে এটাই স্বাভাবিক। তবে বাইরের লোকেরাতো আর আমাদের মাতো ভাববে এটা কিন্তু আশা করা ঠিক নয়। আমাদের একটা দোষ হল আমরা সবার থেকে ভাল কমেন্ট আশা করি। আরে ভাই যাদের দৃষ্টিভংগি যেমন সে সেই ভাবেইতো বলবে। আমরা সবার কাছে সব কিছু আশা করি কেন?……
আমরা সত্যই আজ ৭১ এর মত উল্লোসিত। গর্বিত। আমাদের কাছে ভারতও যা পাকিস্তানও তা। আমরা স্বাধীন রাষ্ট্র। কারোরই তাবেদার নই। ৭১ এ আমারা আমাদের লড়াই লড়েছি । আমাদের মা বোন এর ত্যাগে। আমাদের বাপ ভাইএর রক্তে। ভারত আমাদের পাসে এসেছে তাদের অনেক শহীদ হয়েছে। তাই ভারতের কাছে আমার চির কৃতজ্ঞ। তাই বলে তাদের কারনেই ৭১ এর স্বাধীনতা এসেছে বা তারা না হলে পাকিস্তান ৭১ এর জয় পেত এটা ঠিক নয়। পাকিস্তান আমাদের উপর অত্যাচর জুলুম করেছে আমাদের নিজ হাতেই কারো সাহায্য ছারা তাদের পতন হতেই হাতো দুদিন আগে পরে। ভারত থাকাতে তা একটু ইজি হয়েছে এই যা।
আমাদের কোন খারাপ লোকের জন্য কেউ যদি আমাদের পুরো জাতিকে খারাপ বলে এটা কি ঠিক হবে? প্রধামন্ত্রী শেখ হাসিনা এইতো গত বছর পাকিস্তানী মিত্র কয়জনকে সমমাননা দিলেন। পাকিস্তানের আরেক ক্রিকেটার সোয়েব আক্তার বাংলাদেশ সেমিফাইনালে যাবে বলে আশা বাদ ব্যাক্ত করেছেন। সবাইতো আর খারাপ ভাবে না।
আসলে আমাদের রক্ত পাকিস্তানের নাম শুনলে গরম হয়ে যায়। এর কারন ওদের হাতে যে পরিমান জেনোসাইড এর স্বিকার বাংলাদেম হয়েছে তা বিশ্ব ইতিহাসে বিরল। তাই আবেগ ধরে রাখা যায় না এটাও সত্য!
আমরা আমাদের কে যোগ্য প্রমান করে পাকিস্তানেরথেকে যতই এগিযে যাব ততই তাদের জেনোসাইডে জবাব দেয়া হবে। শুধু শুধু ওদের কথা ধরে এই খুশির মূহুর্ত নষ্ট করার কোন মানে হয় না। আমরা চাই নিজের ঢোল নিজে না পেটাতে আমাদের ঢোল অন্য পিটাবে আমাদের কথা বলবে বিশ্ব জনে জনে। তবেই না সত্যাকেরর জয়ের স্বাধ পাব। কথায় নয় কাজে ওদের জুলুম অত্যাচারের জবাব দিব।
এখন পাকিস্তান তথা বিশ্বের সাথে অস্রের নয় উন্নয়নের যুদ্ধ। উন্নয়নের মাধ্যমেই দিতে হবে। ইনশাল্লাহ আমরা তা পারবো। যদিও দেশে এখণ চলছে মানুষ মারার মহাউৎসব। যাই হোক সবকিছু ছাপিয়ে এই জয় আমাদের যে আন্ন্দ দিয়েছে তা বিশ্বের সবাইকে নিযে উপভোগ করব এটাই প্রত্যাশা।
এগিয়ে যাও বাংলাদেশ।
তোমার সূর্য সন্তানরা তোমার সাথে।
তোমার সুখে।
তোমার দুখে।
হাসি কান্নায়
আনন্দ হিল্লোলে।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৬
পরিশেষের অপেক্ষায় বলেছেন: এগিয়ে যাও...