![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
সরকার কি কোন কারনে খালেদা জিয়াকে ভয় পাচ্ছে? তা না হলে কেন তার নির্বাচনি প্রচরনা কাজে এভাবে বাধা দেয়া হচ্ছে। হামলা করা হচ্ছে। আবার আমাদের মাননীয় প্রধান মন্ত্রী এর কোন এ্যাকসান না নিয়ে উল্টো খালেদা জিয়াকে নাটক করছেন বলে বিদ্রুপ করছেন। বলেছেন ওনি যে ভাবে জনগনকে গত কয়েক মাস ধরে কষ্ট দিয়েছেন তাই তারা ক্ষেপে তার প্রচারনায় বাধা দিচ্ছে। হামলা করছে। উনি এ ঘটনাগুলোকে জনগনের ক্ষোভের বহি: প্রকাশ বলছেন।কিন্থু আসলে কি তা?
জনগন বলতে কি শুধু সরকার দলীয় সংগঠন ? কারন যারা হামলা করেছে তারা সরকার দলিয় কর্মী বাহিনি।
এতে কি হামলা কারীরা উৎসাহিত হবে না? কেন সরকার এভাবে নিজেদের উচু মাথা কে নিচু করছে। এসব যত করা হবে তত তারা নিজেদের ছোট করে প্রতিদ্বন্দিদের জনগনের সহানুভতি পাবার সুযোগ করে দিবে। কি দরকার বেহুদা এসব করার। যার জনপ্রিয়তা নিয়ে প্রচারনা চলুক না স্বাধীন ভাবে নির্বঘ্নে। জনগনতো সবার সকল কর্ম সম্পর্কে ওয়াকেফাল। ২৮ তারিখেই তারা তাদের মত দিবে। একটু ধর্য আর সহনশীলতা কেন দেখাই না।
সরকার অনেক ভাল কাজ করেছে। উন্নয়ণ মুলক কাজ করেছে। তাদের কি জনরাযের প্রতি আস্থা নেই? একটু সহনশীল হোন। প্রতিদন্দীদের সাথে প্রতিদন্দিতা করে জিতুন। দেখিয়ে দিনে আপনি শান্তির পক্ষে আর পরাজিতরা আসলেই দুরাচার।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১
আলপিন ম্যান বলেছেন: সরকার সমর্থকদের সহনশীলতার উপদেশ দেয়া আর বট গাছের সাথে গল্প করা একই জিনিস।