নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

কোরবানী সমাচার

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯



হাটে দিকে যাওয়া
গরুর ধাওয়া খাওয়া
বোনাস শিংগের গুতো
হওয়া গোবরস্নাত।

বদারেশন হাজার রকম
দুরাবস্থা মহা চরম
এতো কিছুর পরও সবাই
খুশি মনে হাটেতে যাই।

পছন্দ সই গরু খাশি
কিনে সবে বাসায় আসি
কেমন জিতলাম
কেমন হারলাম
মিছে মিছি অংক কষি।

পথে সুধায় দাম কত?
হাসিল সহ দাম অত।
খুব জিতেছেন ভাই
এমন বচন শুনেশুনে গর্বে বুক ফুলাই।

একদিনের রাখাল সেজে
পশু চরিয়ে থাকি মজে
লাথি খেযেও বলি
গরুটা খুব জলি।

পেরেশানি আর মানি
এতো হয়রানি
নিয়ত যদি গলদ হয়
কেবল ফ্যাশন হয়ে রয়
বৃথা সবই জানি।

আল্লাহর প্রেমে যে জন
উৎসর্গে পশুর জীবন
না করে ফুটানি
স্বার্থক সে কোরবানী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.