নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

ভারতে মুসলিম নির্যাতনে রায়টের আশংকায় উপমহাদেশ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮


ভারতে গরু কোরবানী আর গরু মাংস খাওয়া নিয়া মুসলমানদের উপর যে নির্যাতন শুরু করেছে তা সত্যই মেনে নেয়া যায় না। ওরা কি তবে আবার রায়ট লাগাতে চাচ্ছে। কেন এ উশৃংখলতা? ভারত সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কেন? আজ বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রষ্টান মিলেমিশে ভাইযের মত আছে। বাংলাদেশ সরকারের উচিত হবে গুরু মাংস খাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে মুসলিম নির্যাতন করার ঘটনার নিন্দা আর প্রতিবাদ করার। এ বিষয়ে বিশ্ব নেতৃবিন্দের কাছে বিচরা চাওয়ার। আমার জানি আমাদের প্রধানমন্ত্রী একজন ধার্মীক মুসলিম মহীলা। সে হিসেবে আমরা আশা করি তিনি এ বিষয়টি নিয়ে ও.আই.সি সহ বিশ্ব নেতৃবিন্দের সাথে আলোচনা করবেন। বাংলাদেশের মোসলমানরা বড়ই আবেগপ্রবন। বাবরী মসজীদ নিয়ে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। প্রায় রায়টের মত। পাশ্ববর্তীদেশের মুসলমানদের প্রতি এ বিরোপ আচরান না আবার এ দেশে কোন অবাঞ্চিত পরিবেশ সৃষ্টি করে। এ দিকে সরকারের দৃষ্টি আবশ্যক।

আমার দেশে একজন হিন্দু কোন কারনে যদি নির্যাতনের স্বীকার হয় তখন বিশ্ব মিডিয়া তা এমন ভাবে প্রচার করে মনে হয় যেন বাংলাদেশ য়েন জংগী রাষ্ট্র। কোন ধর্মের লোক এখানে নিরপাদ নয় এমন ভাব। অখচ বাংলাদেশ হল এমন একটি দেশ যেখানে হিন্দুরা তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে সকল কাজ করতে পারছে। এখানে পূর্ণ স্বাধীন ভাবে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করছে। কোন সমস্যা নাই। রামুর ঘটনাটা ছাড়া। কিন্তু সেটাও ছিল বাইরের উস্কানীমুলক ষরযন্ত্রের ফসল। কথা হল বাংলার জমিনে কোন সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হলে সারা বিশ্ব যেমন করে নিন্দা আর প্রতিবাদের ঝড় তোলে কই ভারতের মুসলমান সংখ্যালঘুদের নির্যাতনেতো তার কোন কথা বলছে না। হিউম্যান রাইটস অর্গানইজেশন গুলো তখন কেন ঘুমায়?

এক চোখা নীতি। সকল ধর্মের অনুসারিরা তাদের স্ব স্ব ধর্ম পালান করবে স্বাধিন ভাবে এটাই হিউম্যান রাইটস। এখানে বত্যয় ঘটানো হলে তার বিরোদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। এবিষয়ে ভারত সরকারকে চাপ দেয়া উচিত বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশগুলির। এর সঠিক ব্যবস্থা করা নাহলে ফ্রাস্টেড হয়ে অনেক মুসলিম জংগী হয়ে যেতে পারে। সৃষ্ট করতে পারে রায়টের মত বিশৃৃংখল পরিবেশ। তাই এখনই সময় এ বিষয়ে একতবদ্দ হয়ে প্রতিবাদ করার। যাতে সকল ধর্মের মাঝে সুহাদ্য বজায় থাকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

শিপন মোল্লা বলেছেন: আপনার আশংকা অমূলক নয়।

২| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

বিপরীত বাক বলেছেন: আমি বুঝি না এটা যে,, যে দেশ টা মুসলিম বিশ্বে সবচেয়ে দুর্ণীতিগ্রস্থ, যে দেশ টা অবিচার আর অবৈধ দখলদারিত্বে বিশ্বসেরা,, চুরিচামারি ঘুষ সুদে মুসলিম জাহানে অতুলনীয়,,,, অনৈতিকতা আর বিশ্বাসঘাতকতায় আর অকৃতজ্ঞ তায় যে জাতি সর্বেসর্বা ------ তাদের মধ্যে সারাক্ষণ ভাব থাকে, " মুসলিম গেল মুসলিম গেল,, ইসলাম হারালো ইসলাম হারালো,,,, মুহাম্মদ রসাতলে গেল মুহাম্মদ রসাতলে গেল """--- কেন??

ইসলাম মুসলিম রক্ষার দায়িত্ব আল্লাহ কি এই কুলাঙার গুলোকে কুকুরের অধম জাতকেই দিয়ে গেছে ??

এর আগেও কয়েকদিন দেখলাম যে এই অজাতকুজাত বাঙাল মুসলিম গুলো, রোহিঙ্গা রোহিঙ্গা বলে বলে মুখে ফেনা তুলে মূর্ছা গেল।।। আশেপাশে মনে হয় আর কোন মুচলিম নাই এরাই একমাত্র।।। আর জ্ঞানে-গুণে--মানে- চিত্তে- মানসিকতায়-রুচিবোধে এই নীচ বাঙাল দের থেকেও সবদিক থেকে উন্নততর মুসলিম দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া রোহিঙ্গা ইস্যুতে চুপ ছিল।। তারা তো বাঙালদের মত মাদারচোদ জাত নয়।।।

এই বাঙালি মুসলিম রা এমনই জাত এদের বাড়ীর পাশের কয়টা প্রতিবেশি আছে যে এদের দ্বারা হয়রানি বঞ্চনা অবহেলা র শিকার হয়নি???

আর এরা পড়ে আছে কোন সুদুর ভারতবর্ষে কোথাকার কোন এক বেজন্মা মুসলমান কে কি এক কারণে এক হিন্দু চুতিয়া পাছায় লাত্থি মেরেছে সেই ঘটনা নিয়ে।।

ভারতীয় মুসলিম চেনেন?? এরা পৃথিবী র নিকৃষ্টতম নীচতম জাত।।।
আর বাঙাল মুচলিম রা??? এরা পৃথিবী র নোংরাতম) জাত।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.