![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
ব্লগার হত্যার বিষয়ে সরকারের দৃস্টিভংগী ছিল প্রথমে এগুলো জংগীদের কাজ। দেশে জংগী সংগঠনগুলো এসব করছে। পরে বিদেশী হত্যার পর সরকার তা থেকে সরে বলছে দেশে কোন জংগী নাই। তাহলে হ্ত্যা কারা করছে? রাজনৈতিক কালচারের দৈনদশার কারনেই কি? বিনা প্রমানে তদন্তের আগেই এর দোষ পুরটাই চোখ বুজে দেয়া হচ্ছে বিএনপি-জামাত জোটকে। কথা হল এই হত্যাতো সবার দ্বারাই করা সম্ভব। কিন্তু তদন্তের আগে মন্তব্য করে আসল অপরাধীদরা আড়াল হয়ে যেতে পারে। কথা হল যেই হত্যা করুক যেই দলেরই হোক। যতবড় ক্ষমতাধর বা প্রভাশালী হোক তাকে সামনে আনতে হবে। সে যদি সরকারী দলেও হয় তবুও। সত্য উদঘাটনে নিরপেক্ষ থাকতে হবে। ইদানিং দেখা যায় সত্য উদঘাটনে যদি কারো সংশ্লিষ্টতা পাওযা যায় আর বিশেষ কের সে যদি সরকারি দলিয় হয় তাকে আড়াল করার ট্রেডিশান শুরু হয়েছে। কিছুদিন আগে পত্রিকায় ছবি দেখলাম প্রশাসন একজন সরকার দলীয় প্রভাশালী নেতার সন্তানকে কিভাবে সেল্টার দিচ্ছে। এর ফলে ভিকটিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আর বিচার সুষ্ঠ না হওয়ায় একই ক্রাইমের রিপিটেশন হচ্ছে। বিএনপি জামাত বা সরকারী দল বা জংগী যেই অপরাধী তা প্রমান করার আগে কোন সিদ্ধান্ত নেয়া উচিত নয়। দেখা যায় সরকারের তরফ থেকে বা তার দলের পক্ষ থেকে আগ বাড়িয়ে একটা কমেন্ট করে ফেলে পরে এর জন্য ভোগতে হয়। জংগী্ আছে এই কথা বললে সরকার ভয় পাচ্ছে পাছে যদি বিদেশী শক্তিগুলো এসে এদেশে আফগানিস্থানের মতো জংগী দমনের ছুতায় আসন গেড়ে বসে। আবার নাই বললে প্রশ্ন দারায় হত্যাকান্ডগুলো কে করছে? প্রশাসনের নাকের ডগায় বসে দিনে দুপুরে। জনগনের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হবে। এই দুটানায় নাজেহাল হয়েই হয়তো কোন প্রমান ছারা সরকার বারবার বিরোধী দলগুলোকে গদবাধা দোষারুপ করছে। কিন্তু এতে কি কোন সুরাহা সত্যিই হচ্ছে। রাজনৈতিক ফয়দা হাসিল ছারা। আসল অরাধীরা এই কাদাছোরাছুরির সুযোগ নিচ্ছে নাতো। এখনই সময় ভেবে দেখবার। আমরা জনগন এখন বড়ই নিরপত্তাহীনতায় আছি। আইন শৃংখলা অবনতি চরম আকার ধারন করেছে। আল্লাহর কাছে সাহায্য চাই তিনি যেন আমাদের এ অবস্থা থেকে মুক্তি দান করেন।
©somewhere in net ltd.