![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
আমরা আজ নৈতিকতার দিক থেকে এতটা নিস্ব হয়ে গেছি যে ভালবাসার জন্য দিবস খুজতে হয়। ভালবাসা সার্বজনিন বিষয়। ভালবাসার উপরই দুনিয়ার সবকিছু নিহিত। রকম ফেরে ভালবাসা রুপ বদলায় মাত্র তার গুরত্ব আর চাহিদা বদলায় না। আজ ভালবাসা শুধু একটি বিষেয়েই আটকে আছে। নারী পুরুষের জৈবিক চাহিদার মধ্যেই।অন্য রুপগুলো আজ গুরুত্বহীন যেন। ভালবাসার প্রকাশ করার জন্য দিবস নয় দরকার পবিত্র মন। যার পবিত্র মন আছে সেই ভালবাসতে পারে। সবসময় । সকল সৃষ্টিকেই সে উজার করে ভালবাসে। আর সেটাই সত্যিকারের ভালবাসা।১৪ তারিখে ফুল কিনে প্রিয়সীকে ভালবাসা জানাতে যে খরচটা হল তা যদি একটি গরিব পথ শিশুকে ভালবেসে খরচ হত তবে তার একদিনের অন্নে সংস্থান হতো। বা তার বস্রের সন্ধান হতো। যদি সেই খরচটা্ কোন গরীব মেধাবী ছেলেকে ভালাবেসে তার পড়ার জন্য হতো কত ভাল হতো। ভালবাসা কি শুধু নারী পুরুষের আকর্ষনটাই? স্রষ্টাকে ভালবাসা এটাওতো আছে। সৃষ্টিকে ভালবাসা এটাও আছে। প্রত্যেকটি ধর্মই স্রষ্টাকে ভালবাসার কথা বলে। কই কাউকেতো আজ দেখলাম না যার যার ধর্মকে ভালবেসে বিশেষ কিছু করতে। খালি নারীিকে ভালবাস। কারন সেখানেতো যৌনাতা আছে । অবধ মেলামেশার মজা। কত বোকা আমরা । আমি আজ ভালবাসার নামে হয়োতো কোন মেযেকে নিয়ে ফুর্তি করছি ঠিক অন্যকেউ হয়োতো আমার বোনটির সাথেও তাই করছে। একটুও ভাবছি না। এটাোতা ভালবাসা নয়। এর নাম সর্বনাশ। যৌবনশক্তির বিকৃত প্রকাশ। নারী পুরুষ এর যে আকর্ষন যে ভালবাসা এটা বিয়ের আগে হতে পারে । এ অবস্থা হলে তাকে বিয়েতে রুপন্তার করতে হবে। এরফলে ভালবাসা পূর্ণতা পাবে। আমাদের দেশে আগেও বিভিন্ন সময় নারী পুরুষের অবাধ মেলামেশা হয়েছে ভালবাসার নাম দিয়ে। কিন্তু তা এতটা অশ্লিল ভাবে দিবস আকারে প্রকাশ্য ছিল না। এইতো কয়বছর হল যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান তার পৃষ্ঠপোসকতায় আর প্রচার প্রচারনায় এই কুসংস্কৃতি আমাদের দেশে আমদানি করা হয়েছে। আজ ভালবাসা দিবস নাম দিয়ে মা বাবাদেরও এর মধ্যে সামিল করে ছেলেমেয়েরা স্বাভাবিক করে ফেলেছে নারী পুরুষের বিয়ে পূর্ব অবাধ মেলাশাকে। মানুষ স্বভাবতই বিপরীত লিংগের প্রতি এমেনিতেই আসক্ত হয়। এটা স্বাভাবিক। এই স্বাভাবিকতা যাতে অস্বাভাবিক না হয় সে চেষ্টা করা দরকার ছিল। তা না করে বরং উস্কে দেয়া হয়েছে। এর কু প্রভাব থেকে কারো নিস্তার নেই। সবারই ছেলেমেয়ে মা বোন আছে। এ কথাটি খেয়াল রাখতে হবে। বাঁচতে হলে পবিত্র জীবনে ফিরে আসতে হবে। ভালাবাসায় সৃষ্টি -ভালবাসায় ধ্বংস -ভালবাসা পবিত্র -ভালোবসাই সর্বনাশ। পরমকরুনা ময় সবাইকে সহি বুঝ দান করুন। এটাই প্রত্যাশা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
আতা স্বপন বলেছেন: ধন্যবাদ। পরমকরুনাময় আপনাকে ভাল রাখুন
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩০
বক্রহীন বলেছেন: বিয়ের আগে বা পরে, অন্য নারী বা পুরুষের সাথে বিনা প্রয়োজনে বা অযাচিত ভাবে কথা বলাটা হল প্রথম পযায়ের নষ্টামো যার থেকে সকল নষ্টামোর উৎপত্তি ...........................................
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
আতা স্বপন বলেছেন: বিয়ে পূর্ব ভালবাসাতে যদি অশ্লিলতা থাকে তা অবশ্যাই নষ্টামো। বিয়ে পূর্ব কথা বলার ক্ষেত্রে আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলাটা ঠিক নয়। আর যা বলা হবে তা যেন একান্ত জরুরী প্রয়োজনে। এখানের ভালবাসার কথা বলাতো যাবেই না। তবে বিয়ে পূর্ব ভালবাসাটা কি? এটা অন্তর থেকে কাউকে পছন্দ করা। যা অন্তরে অন্তরে সিমাবদ্ধ। হঠাৎ দেখা হয়ে গেলে সম্মানে আর লজ্জায় নত দৃস্টি। মুহুর্তে ছুটে চলে যাওয়া। এভাবেই ভালবাসা প্রকাশ পায়। এটাই একসময় ভালবাসার ধর্ম ছিল। আর এখন ঢলাঢলি না করলে যেন ভালবাসা প্রকাশই হয় না। ভাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পরমকরুনাময় আপনাকে ভালো রাখুন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: ভালবাসা একটি পবিত্র ব্যাপার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
আতা স্বপন বলেছেন: ভালবাসা পবিত্র। ১০০% পবিত্র। কিন্তুু সেটা ভালাবাসাই হতে হবে। অন্যকিছু নয়। বর্তমানে ভালবাসা দিবসের নামে যে ভালবাসার চর্চা তা আর যাই হোক ভালবাসা নয়। নারী ভোগের কৌশল মাত্র। তা না হলে শুধু নারী সংক্রান্ত ভালবাসই কেন হাইলাইটেড ?
পরমকরুনাময় সবাইকে বোঝার তৌফিক দিন। ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০
মাে:শরিফুল ইসলাম রাহাত বলেছেন: ভাই লিখতে থাকুন ।