![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
একটি পোষ্ট। আফগানিস্থানে চাচা নিখোঁজ সংক্রান্ত। ভিন দেশে ভিন মানুষের হাতে। আর আমার দেশে নিজ মানুষের হাতে নিজ সহকর্মীদের দ্বারা নিখোঁজ হয়েছেন একজন আইটি বিশেষজ্ঞ। দু্:খ রাখি কোথায়? কি হচ্ছে দেশে? সত্য প্রকাশ করলেই তাকে গুম হতে হবে? সরকারের মন্ত্রনালয় বা আইনশৃংখালা বাহিনি কেউ দায় নিতে চায় না কেন?
এর আগে এমনি ভাবে সত্য প্রকাশ করায় এ ধরা ছেরে নির্মম ভাবে যেতে হল সাগর রুনিকে। সত্য বলা কি অপরাধ? অপরাধী শাস্তি পায় না। পায় অপরাধী সনাক্তকারী। এ কেমন দেশ? তবে কি এই দেশ আজ অপরাধীদের হাতে জিম্মি হয়ে গেছে? অপরাধীরাই কি শুধু এদেশে রাজত্ব করবে? নিরপরাধরা কি কেবল গুম হত্যার স্বিকার হবে কিংবা কাড়াগারে ধুকে ধুকে মরবে? কে দিবে জবাব? অপরাধের অভিযুক্ত হয়ে একজন গভর্ণর পদ ছারলেন আরেকজন গভর্ণর হলেন । সোনালী ব্যাংকে ডুবিয়ে এখন বাংলাদেশ ব্যাংকে ডুবাতে এসেছেন। জাতিকে আরো ভালভাবে কাঁদাতে। আরো বড় কেলেংকারী ঘটাতে। কি আজব দেশ। সোনালী ব্যাংক কেলেংকারী নিয়ে এত তোলপার হলে এপরেও তার চেয়ারম্যানকে পদউন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে গভর্ণর করা হল। অপরাধীরাই জয়ী। এইটা কি তবে এদেশের থিম হয়ে গেল। পুরাটাই হবু চন্দ্র রাজার দেশের অবস্থা। কি আছে দেশের ভাগ্যে? আল্লাহই ভাল জানেন।
হে আল্লাহ আমাদের উদ্ধার করো এই উল্টা পাল্টা ভজঘট অবস্থা থেকে।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: হে আল্লাহ আমাদের রক্ষা করুন