![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
মাহে রমজানের ত্রিশ দিনের সিয়াম সাধানার পর এল খুশির ঈদ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ তো আনন্দ আর খুশি বয়ে আনে। কিন্তু সবাইকি খুশি হতে পেরেছে? হত্যা গুম, সন্ত্রাস আর জিম্মি করে নারকিয় তান্ডব ঈদের চাঁদকে করেছে রক্তাক্ত। স্বজন হারাদের রোনাজারিতে ঈদ উৎসব আজ বেদনা বিধুর। খুশির বড় অভাব। উল্টো মনে দানা বেধেছে শংকা ভয় আর আতংক। কখন কোথায় কি হয়। এরই মাঝে আমাদের ঈদ আনন্দ করতে হবে। স্বজন হারাদের ব্যাথাকে নিজের ব্যাথা মনে করে তাদের পাসে দাড়াতে হবে। তবেই ঈদের আনন্দ স্বার্থক হবে। আপনি যে ধর্মেরই হোন নিরাপদে থাকুন সবাই। এই ঈদে এটাই শুভ কামনা। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। ঈদ বয়ে আনুক শান্তি ও মুক্তি। সকল পাপাচার থেকে হে আল্লাহ আমাদের মুক্তি দিন। আমাদের মাসুম করে দিন। আমাদের মনে মানবিকতা বোধ জাগ্রত করুন। পশুত্বকে লোপ করে দিন। আমিন।
ত্রিশ দিনের সিয়াম শেষে
ঈদের খুশি এলো
ধনী গরীব কোলাকুলি
শ্রেনী বিভেদ ভুলো।
ভুলো আজ হিংসা বিদ্বেষ
মানবিকতায় রাঙ্গুক ভুলক
ধর্ম বর্ণ গোত্র ভুলে
সবাইকে জানাই ঈদ মোবারক
[
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৯
কালনী নদী বলেছেন: তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মোবারক