নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

গরুর সেলফি তোলায় পূণ্য নাই। গরুটা হক হালাল টাকায় কিনার মধ্যে পূণ্য

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯


৫ ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের মধ্যে সে নামাজ পড়ার গুরুত্ব নাই। অথচ কোরবানী সবার উপর ফরজ না। কিন্তু না দিতে পারলে লজ্জায় শেষ হইয়া যাই। হায়রে মুসলমান………………… নামাজ পড়িনা এজন্য কখনো কি লজ্জিত হয়েছি?

গরুটা কত বড়? দাম কত বেশী? ভালই গোশ হবে। এইটাইপের ভাবনা নিয়া কোরবানী দেওয়া মানে টাকা জলে ফেলা। তাই শুধু আল্লাকে খুশির নিয়তে পশু কোরবানী করতে হবে।

কোরবানী করার জন্য যেমন নিখুদ পশু জরুরী । তেমনি জরুরী হালাল উপার্জন। আপনার কোরবানীর টাাকটা হাললাতো। সুদ বা ঘুষের নয়তো বা কারো কান্নায় ভেজা নয়তো। একটু ভাবুন। দূনীতিও করবেন আবার সে টাকায় কোরবানীও দিবেন। এটা কি কোরবানী হবে? একটু ভাবুন।

গরুর সেলফি তোলায় পূণ্য নাই। গরুটা হক হালাল টাকায় কিনার মধ্যে পূণ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

ধ্রুবক আলো বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত, ধন্যবাদ এরকম সুন্দর পোষ্টের জন্য

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মুফতি উবায়দুল্লাহ বলেছেন: ভাইজান.... সেই একটা লেখা দিয়েছেন....
আমি একমত পূষন করছি।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই বোধ থাকলে সমাজ অনেক ভালো থাকতো...

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

আহলান বলেছেন: সবাই বুঝি ... তারপরেও ...! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.