নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

তুমি এলে বলে

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০৯

সোনালী স্বপ্নগুলো কৃষ্ণকায় মেঘে
ঢাকা পরে ছিল ঘন আধার ঘনঘটায়
তুমি এলে বলে, ফিরে এলো রবির কিরণ
অবনি মাতিল পুষ্প শোভায়।

পুলক লাগে অন্তর গহীনে
স্নিগ্ধ স্বর্নালী স্বন্ধ্যার বর্ণালী আভায়
তুমি এলে বলে, মৌ গুঞ্জনে মাতাল প্রকৃতি
হিল্লোল কল্লোল গুলবাগিচায়।

আনন্দ নৃত্যে নটবর উল্লাসে
তাল ছন্দের শৈল্পিক মুদ্রায়
তুমি এলে বলে, একঘেয়ে পানসে প্রান
নব হরষে উছলায়।

যদি না আসিতে কুভু জীবন সাহাহ্নে
তৃষিত আত্তা তরপাতো মরিচিকায়
তুমি এলে বলে, ভুবন মনোরমা
দুড়ে যেয়ো নাকো কভু, যেয়োনা হারায়।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০৮ ই মে, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: । সুন্দর লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.