নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

আমি আছি জেগে

০৯ ই মে, ২০২০ রাত ১০:৫৬

রাত্রির নিস্তব্দতায় হন্টন আমার
ইদানিং হয়েগেছি নিশাচর
আমি জেগে থাকি
জ্বল জ্বলে নক্ষত্রপুঞ্জ আমার সহচর।

আর গলির নেরী কুকুরটাও
ঘেউ ঘেউ চিৎকারে জানান দেয় আমায়
আমিও আছি তোমার সাথে
কিযে উদ্দিপনা, উল্লাস বাকা লেজের উঠা নামায়।

আমি জেগে আছি
জেগে আছে নৈশ প্রহরী্রাও
দুর থেকে ভেসে আসা ছন্দ
বাশির ফু ফু আওয়াজেও।

আমি আছি জেগে
ঘুমিয়ে আছে আমার পৃথিবী
শান্তির নিদ্রা চারপাসে আমার
আমি শুধু জেগে জেগে, লিখি হিবি জিবি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ রাত ১১:৪৫

মীর সাজ্জাদ বলেছেন: ভালো লাগলো, শেষের লাইন গুলোতে বানানে কিছু ভুল আছে, ঠিক করে দিন।

১০ ই মে, ২০২০ সকাল ৯:১৪

আতা স্বপন বলেছেন: ঠিক করে দিলাম। ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২০ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই মে, ২০২০ সকাল ৯:১৫

আতা স্বপন বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই মে, ২০২০ রাত ৩:০০

আমি সাজিদ বলেছেন: হিবিজিবি আর লেইখেন না ভাই, সেহেরী করে ঘুম দেন। ঘুমের সার্কেল যার নাই তার জীবন কষ্টের।

৪| ১০ ই মে, ২০২০ সকাল ৯:১৮

আতা স্বপন বলেছেন: কথাগুলো সত্য। দেখি চেষ্টা করে। ঘুমের সার্কেলে ঢুকতে। হিবিজিবি যার লেখার স্বভাব তার জন্য নিশী আর দিবস কোন বিষয় না। সে লিখবেই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.