নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

ফিরে পেতে চাই

১০ ই মে, ২০২০ রাত ১০:৩৩

ধন আর মানের নইতো কাঙ্গাল
ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল
মায়ের আচল তলে ভাবনা চিন্তা হিন
কত সুখে আমার কেটে যেত দিন।

স্কুল ফাঁকি দিয়ে খেলাধুলা চলত
সে দিনগুলি যদি, আবার ফিরে আসত?
বন্ধুদের সাথে কত মজা করতাম
আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম।

দাদা বাড়ি, নানা বাড়ি
গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি
দাদি নানীর গল্প শুনে
ঘুমিয়ে যেতাম প্রশান্ত মনে।

স্বর্ণালী শৈশব ফিরে পেতে চাই
বিনিময়ে দিব, নগর জীবনটাই
এ চাকচিক্য বড়ই যান্ত্রিক
চিন্তা আর টেনশনের, জীবন মর্মান্তিক।

চাই সে মায়ের বকুনি, বাবার শাষন
ক্লাসে স্যারের মারন পিটন
বজ্জাত বেল্লিক গালি
আহা! কি অমৃত, যেনো সে বুলি।

আহা! আর কি পাব ফিরে?
যা হারিয়েছি চিরতরে
স্মৃতির কোনায় কোনায়
আজ শুধু অশ্রু গড়ায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ রাত ১০:৪৪

আল-ইকরাম বলেছেন: মোবারকবাদ আপনাকে। সত্যিই বাল্যকার যে কোনো মানুষের কাছে চিরমধুর আর অকৃত্রিম সময়। যার তুলনা সারা জীবনের কোনো সময়ের সাথেই করা চলে না। কবিতাটি পড়তে পড়তে কিছু ক্ষণের জন্য হলেও বাল্যকারে ফিরে গেছি। শুভেচ্ছা অগনিত।

২| ১০ ই মে, ২০২০ রাত ১১:১২

ওমেরা বলেছেন: সময়ের গতি শুধু সামনের দিকে যায় পেছন ফিরতে পারে না ।

৩| ১১ ই মে, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৪| ১১ ই মে, ২০২০ রাত ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: Excellent

৫| ১১ ই মে, ২০২০ রাত ১:৫৩

Rajibrpsoft বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.