নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

কবর ভাবনা

১৬ ই মে, ২০২০ রাত ১১:১৮

রমজান চলে যায়
মন ভরে বেদনায়
কবরের আজাব আবার হবে শুরু
কবরবাসীর বুক ভয়ে দুরু দুরু

রমজান শেষে দুনিয়াবাসি
পাবে আনন্দ ঈদের খুশি
শুন ও কবরের যাত্রী সকল
একদা শেষ এ আনন্দ হিল্লোল।



তোমকেও হবে যেতে
ঐ আযাব গোড়ে হবে শুতে
সামন যদি হয় সাথি
হবে না কোন ক্ষতি।

জান্নাতের আনন্দ কবর দুনীয়ায়
সেই আনন্দ ফেলনা হারায়।
ঈদের আনন্দেও রাখিয় স্মরণ
হয় যেন তোমার আমলি মরন।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২| ১৭ ই মে, ২০২০ রাত ১২:৪০

আল-ইকরাম বলেছেন: সময় উপযোগী জরুরী বিষয়ে আলোকপাতের জন্য ধন্যবাদ ভাই আতা স্বপন। ভাল লিখেছেন। কিন্তু একটি স্থানে সামান্য সংশোধনের প্রয়োজন আছে বলে মনে হয়। যেমনঃ দ্বিতীয় প্যারায় শেষ লাইনে ‘শেষ একদা এ আনন্দ হিল্লোল। এখানে ‘শেষ হবে এ আনন্দ হিল্লোল’ কিংবা ‘একদা শেষ হবে এ আনন্দ হিল্লোল’ লিখতে মনে হয় আরও সুন্দর হতো। কিছু শব্দের বানানও সম্ভবত সংশোধন করতে হবে। যেমনঃ চতুর্থ প্যারায় দুুুনিয়া না হয়ে দুনীয়া, আনন্দ না হয়ে আন্দন এবং স্মরণ না হয়ে স্মরন হয়েছে। প্রত্যাশা এগুলো সংশোধন করে নিবেন। শুভ কামনা অগনিত।

৩| ১৭ ই মে, ২০২০ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


অজ্ঞানতার পদ্য

৪| ১৭ ই মে, ২০২০ ভোর ৪:২১

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.