নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

কেন এমন হয় বল, কেন এমন নয়

২২ শে মে, ২০২০ রাত ৯:২৬




কেন এমন হয়
বল কেন এমন নয়।।

যা ভাবি ভাই
হয় নাতো তাই,
উল্টো কেন হয়।

কেন এমন হয়
কেন এমন নয়।।

সুখের খোজে শেয়ারেতে
লাগিয়ে ছিলাম টাকা
সুখের দেখা দুরে যে থাক
টেক হয়েছে ফাকা।

কেন এমন হয়
বল, কেন এমন নয়।।

মানব জম্ম হয়েছে বলে কি
ধোকা খেতে হয়।
কেন এমন হয়
বল, কেমন এমন হয়।।

হাউজিংয়ের প্লট কিনেছি
হাতের পাচ দিয়ে
আশা ছিল থাকব সুখে
বউ পোলাপান নিয়ে।

জোচ্চরেরা নিল লূটে
আমার সকল আশা
ঘৃনায় এখন মনটা ভরা
শুন্য ভালবাসা।

বল, কেন এমন হয়
কেন এমন নয়।।

সুখের লাগি কাঙ্গাল বলেকি
ধরা খেতে হয়।

বল, কেন এমন হয়
কেন এমন নয়।।

আর কত ভোগব বল
বলতে পারো কেউ
আর কত সব হারিয়ে
কাদব ভেউ ভেউ।

কেন এমন হয়
বল কেন এমন নয়।

ডাল আর ভাত খাব
সাদা মাটা সুখ
দ্রব্যমুল্যের ফেরে পরে
খাবার পায়না মুখ।

কেন এমন হয়
বল কেন এমন নয়।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সময় এখন খারাপ তাই এমন হয়। হচ্ছে।

২| ২২ শে মে, ২০২০ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.