![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
এই সময় গায়ে একটু জ্বর হলে যে কি হয় তা টের পেলাম আসে পাসে সবার আচরনে।না বাসায় সমস্যা না। সমস্যাটা অফিসে। বসে ছিলাম বসের পাসে বসকে বললাম আমার গাটা গরম লাগছে। মনে হয় জ্বর আসছে। বাস তরাক করে লাফ দিয়ে দুরে যেয়ে বসল। অথচ আগে বস গায়ে হাত দিয়ে দেখত। এখন আতংক সেই কার্টিসি নষ্ট করে দিয়েছে।
ঠাট্টা করে হোক বা বাস্তবিই একজন সহকর্মীকে দেখলাম হাসতে হাসতে বলছেন, আপনার থেকে দুরে থাকতে হবে। আমার কাছে ঘেসবেন না। আমাকে টার্চ করবেন না। যাই হোক ব্যাপরটা খুবই শকিং। যে সময় পাসে থেকে সবার সেবা পাবার কথা আচ্ছা সেবা না হোক দোয়া করার কথা। বা আত্মবিশ্বাসী করার জন্য দুটা ভাল কথা বলার কথা। তা না করে উপেক্ষা করা। আমাদের দেশে করোনা রোগে মানুষ মরছে না বলে আমার বিশ্বাস। মরছে অবহেলা আর উপেক্ষা ভাইরাসে।
অনেক আগে কোয়ান্টাম কোর্স করেছিলাম। সেখানে গুরুজি বলেছিল। মানুষের ছোয়ায় যে হিলিং এটি একটি শক্তি। যা সষ্ট্রার দান। শুধু ছোয়া কেন তাদের মনোবল বৃদ্ধি করে এমন কথাও হিলিং। পজেটিভ কথায় রোগ অর্ধেক সেরে যায়। হাদিসে আছে রাসূল (সা.) বলেছেন, শুশ্রুষার পূর্ণতা হলো- রোগীর কপালে বা শরীরে হাত রেখে জিজ্ঞেস করা, কেমন আছেন? তিরমিজি
আমারা এখন এমন সচেতন হলাম যে মা বাবা আত্মিয় স্বজন কাউকে কভিড-১৯ এ আক্রান্ত হতে দেখলে আছুতের মত আচরন করি। বৃটিশ সময় হিন্দু মুসলমানকে মুসলমান হিন্দুকে ছুলে কিংবা উচু জাত নিচু জাতেক ছুলে অপিত্র মনে করত। আজ জাতপাত না আজ কভিড-১৯ রোগ সে জায়গাটা দখল করেছে। যা বড়ই কষ্টের।
মুসলামানরা কি করে এটা করতে পারে? কেমন করে রোগিকে অবহেলা করতে পারে? যেখানে রোগি দর্শন একটা ইবাদত বলা হয়েছে। দেখুন ইসলাম কি বলে-
রোগীকে দেখার উপকারিতা বা ফজিলতঃ
রোগী দেখার অসংখ্য ফজিলত রয়েছে। আসুন একটু জেনে নেই-
হজরত আলী (রা.) বর্ণনা করেন, আমি রাসূল (সা.) কে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে… । -সুনানে তিরমিজি: ৯৬৭
রোগী দেখার নিয়ম ও আদব
১. অজুসহকারে রোগী দেখতে যাওয়া। এ মর্মে হজরত আনাস (রা.) রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে সওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়- তাকে জাহান্নাম থেকে ৬০ বছরের পথ দূরে রাখা হবে। -আবু দাউদ: ৩০৯৭
২. রোগীর অবস্থা বুঝে শরীরে হাত রেখে রোগের কথা জিজ্ঞাসা করা। রাসূল (সা.) বলেছেন, শুশ্রুষার পূর্ণতা হলো- রোগীর কপালে বা শরীরে হাত রেখে জিজ্ঞেস করা, কেমন আছেন? তিরমিজি
৩. রোগীর সামনে এমন কথা বলা যাতে সে সান্তনা লাভ করে। রাসূলুল্লাহ (সা.) কোনো রোগীকে দেখতে গেলে বলতেন, এমন সান্দনামূলক কথা বলতেন বলে হাদিসে ইরশাদ হয়েছে।
৪. রোগীর কাছে বেশি সময় ক্ষেপন না করা। রাসূল (সা.) বলেন, রোগী দেখার সময় হলো- উটের দুধ দোহন পরিমাণ। আরেক বর্ণনায় এসেছে, রোগী দেখার উত্তম পন্থা হলো- তাড়াতাড়ি ফিরে আসা।
৫. রোগী কিছু খেতে চাইলে এবং তা তার জন্য ক্ষতিকর না হলে খেতে দেওয়া। রাসূল (সা.) বলেছেন, রোগী যদি কিছু খেতে চায়- তবে তাকে খেতে দেওয়া উচিত। -ইবনে মাজাহ
৬. রোগীর সামনে উচ্চ আওয়াজে কথা না বলা। ইবনে আব্বাস (রা.) বলেন, সুন্নত হলো- রোগীর পাশে কম সময় বসা এবং উঁচু আওয়াজে কথা না বলা।
৭. রোগীর জন্য দোয়া করা। বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল (সা.) বলেন, কোনো রোগীর কাছে গিয়ে নিম্নের দোয়াটি সাতবার পাঠ করলে মৃত্যুরোগ ছাড়া সব রোগ থেকে সে সুস্থ হয়ে ওঠবে- ইনশাআল্লাহ।
দোয়াটি হলো- আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আই ইয়াশফিয়াকা। -আবু দাউদ: ৩১০৬
৮. রোগীর কাছে নিজের জন্য দোয়া চাওয়া। রাসূল (সা.) বলেন, ‘তোমরা রোগী দেখতে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাও। কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার সমতুল্য।’ -ইবনে মাজাহ
আজ নিয়মগুলো সব ভায়োলেট হচ্ছে। নতুন ফতোয়ার মাধ্যমে। আসলে এগুলো কতটুক সঠিক হচ্ছে তা আল্লাহই ভাল জানেন। তবে আমার কাছে অস্বস্তিকর মনে হয়। সচেতন হতে যেয়ে ধর্মীয় বিধান লংঘন করা যায় অথচ সচেতনতার জন্য অন্য সব বিধান লংঘন যেন কিছুই না। বাজার দেখেন । মাছে বাজারে গেলে পাবিলিকের এমন ঠ্যালা খাবেন যে আপনি না করোনা চ্যাপটা হয়ে যাবে। সিএনজি অটৈা রিক্সা এগুলোতে দুরত্ব কেউ মেন্টইন করে? বা এগুলো চলার উপর কোন নিষেধাজ্ঞা আছে? সেখানে কতটুকু স্বাস্থ বিধী মানা হয়। শ্রমিকরা মানে? দল বেধে গাদাগাদি করে প্রশাসনের নাকের ডগায় তারা বাড়ি যায়। ত্রান দেয়া হচ্ছে সবাইকে জড়ো করে। যেখানে বাসায় বাসায় ত্রান দেওয়া ছিল প্রকৃত সচেতনতার পরিচয়। না এসব আমারা দেখিনা। এসব ক্ষেত্রে ছার আছে। কেউ কিছু বলে না্। শুধু বাজরের ঠ্যালা ঠেলি করা লোকগুলো মসজিদে গেল ফাক হয়ে দাড়ায়। মসজিদ আল্লাহ ঘর। এখন আল্রাহর ঘরকে প্রসাশনের ঘর বানাননো হয়েছে। লাল দাগ মাঝে রেখে দাড়ান, ৩ফিট দুরত্বে থাকুন। মাস্ক ছাড় মসজিদে প্রবেশ নিষেধ। এগুলো কি আল্লাহ বলেছেন? না প্রশসন বলছে। কেন সচেতনতা? অথচ দেখেন কোন বাজারে কিন্ত কোন এমন দেখেছেন যে মাস্ক ছাড়া আসলে বাজারে ঢোকা নিষেধ। যে দেশ সমাজিক দুরত্ব সমাজেই নেই বা পালন হয় না সেই দেশে ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দুরত্বের ফতোয়া কতটুকু গ্রহনযোগ্যতা পাবে স্রষ্টার কাছে ? তিনিই ভাল জানেন।
সচেতন ১০০% হতে হবে। ১% ও কম নয়। ফুটো রেখে যা হয় সেটার নাম ফুট্টোস। নিরাপত্তা নয়।
একটা এডালড জোক-
হ্যারে শুনলাম তোর ছেলের নাম ফুট্টোস রেখিছিস?
ঠিক শুনেছিস।
কিন্তু এটা কোন নাম হল?
আর বলিস না কনডমে মধ্যে ফুটো থাকায় হয়েছেতো!!!!!
কাজেই সচেতন হলে পরিপূর্ণ হতে হবে। কেউ সচেতন কেউ নয়। এমন হলে পুরো এই উদ্যোগ শুধু লোক দেখানোই হবে। কাজের কাজ কিছুই হবে না।
১৪ ই জুন, ২০২০ রাত ১১:০৬
আতা স্বপন বলেছেন: নীদাল্যা ওপ্যাঁওম্যাঁ
২| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:০৬
জে.এস. সাব্বির বলেছেন: আপনার থেকে লাফ দিয়ে দূরে সরে যাওয়া মানেই আপনাকে উপেক্ষা করা না। আপনার উচিত ছিল নিজ থেকেই সবার থেকে দূরত্ব বজায় রাখা। একজন ব্লগার হিসেবে আপনার আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন বোধ করছি।
১৪ ই জুন, ২০২০ রাত ১১:২১
আতা স্বপন বলেছেন: কেন ? আপনি ভাবছেন আপনি করনা মুক্ত। আরে ভাই ৭০% করোন আক্রান্ত। আপনি আমি সবাই অনেক আগে থেকেই করোনা রোগী। করোনার উপসর্গগুলো নিয়ে আজ থেকে ১৫ বছর আগে আমি অসুস্থ ছিলাম। এখন এই উপসর্গের নাম জানলাম করোনা।
সচেতনতা ভাল কিন্তু ওভার কোন কিছুই ভাল না। বাংলাদেশে সব কিছু ওভার। আমেরিকার প্রেসিডেন্ড মাস্ক পর্যন্ত পরে না। সেখানে তারা লকডাউন উঠিয়ে নিচ্ছে। তারা বুঝে গেছে এই রোগ অন্যান্য রোগের মত পৃথিবীতে রয়ে যাবে। একে নিয়েই স্বাভাবিক জীবন চারন করতে হবে। কতদিন আর গর্তে বসে গুই সাপের মত গাই গুই করব। দুরত্ব বজায় রাখলেই যদি এ রোগ কমানো যেত তাহলে নভোচারীরা অনেক দুরে ছিলেন। পৃথিবীতে আসার সাথে সাথে করোনা পজেটিভ হত না। সব মানুষের মনগড়া কথা। এই এটা বলে । এই সেটা বলে। আসলে মুল সমস্যাই ধরতে পারে নাই। সচেতন আছি থাকব!!! সচেতন না এটা আপনাকে কে বলল!! এর মানে এই না যে তরাক করে লাফিয়ে উঠতে হবে। আপনি হাইজিন রাখুন পরিবেশ। নিজে হাইজিন থাকুন। স্যানিটাইজার ইউজ করুন। মানুষে কাছে যান। কারণ বলা হচ্ছে এতে জীবানু রিমোভ হয়। যদি তাই হয় আপনি হাইজিন থাকার কারণে অন্যের দ্বারা আক্রান্ত হবেন না। সূত্রতো তাই বলে। কিন্তু তারপরও আক্রান্ত হচে্ছ। এর মানে এর সম্পর্কে ধারনাই নেই পরিপূর্ণ। যেটা সম্পর্কে কিছুই জানা নেই তার আবার নির্দে শনা কি? এই বলে করোনা গতি চেইঞ্জ করে। এই বলে এই করোনা সেই করোনা নয়। এই বলে করোনা প্রকার নানা রকমের। নানা কথা। কেউ বলে করোনা সাধারণ মাস্কে যায়। কেউ বলে বিশেষ মাস্ক লাগবে। সবখানে কনফিউজিং। মাঝথেকে গরিব মানুষ লকডাউন হয়ে তাদের চাকুরি হারাচ্ছে। করোনায় মরার আগে ভাতে মরছে। কত ছিন্নমুল মারা গেছে এখনও। মারা গেছে সব ফার্মের মুরগীরা। বিদেশে চিকিৎসা ছাড়া যাদের চলে না তার। আজ যদি ছিন্নমুল মারা যেত তাহলে লাশের পাহার হয়ে যেত এতদিনে। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকত।
৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: ধর্মীয় রীতি নীতি তো এযুগের কেউ মানছে না।
১৪ ই জুন, ২০২০ রাত ১১:৩৪
আতা স্বপন বলেছেন: না মানারই কথা! ধর্মই বলছে। এমন একটা সময় আসবে যখন মানুষ ধর্ম থেকে দুরে সরে যাবে। তাই হচ্ছে। তাতে কি? একজনও যদি মানে সেতো ধার্মিক। আসল হলো আমি যদি ধার্মিক হতে চাই মানবো। না চাইলে মানব না। দুনিয়াতে কে কাকে আটকে রাখতে পারবে? তবে পৃথিবীতে যারা বিশ্বাসী তারাই কিন্তু শেষেবেলায় চিরকাল জয় পেয়েছে। ধর্ম মানুক চাই না মানুক বিশ্বাসি লোক কিন্তু বেশি। যাক ধন্যবাদ।
৪| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:২৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সচেতন হওয়া এবং থাকা প্রয়োজন সকলের।
১৪ ই জুন, ২০২০ রাত ১১:৩৫
আতা স্বপন বলেছেন: অবশ্যই। লিমিটের মধ্যে। ওভার ডোজ কোন কিছু্ই ভাল না।
৫| ১৫ ই জুন, ২০২০ রাত ১২:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকার প্রেসিডন্ট তো আমেরিকার প্রেসিডন্ট ,আপনি তো আমেরিকার প্রেসিডন্ট না।তাকে তো লোকে কত কিছুই বলছে
১৫ ই জুন, ২০২০ রাত ১:৩৬
আতা স্বপন বলেছেন: আমি বলছি গুরুত্বের কথা। কোন ব্যক্তিগত নয়। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন এমনটা। যিনি বিশ্বমোড়ল বলে সবাই জানে। তিনি তার যেসব প্রদেশে লকডাউন উঠিয়ে স্বাভাবিক জীবন যাত্রা চালু করেছেন সেখানে কিন্তু আল্লাহর রহমতে মৃত্যু এবং আক্রান্তের হার কমতে শুরু করেছে। কথা হল স্বাভাবিক ভাবেই চললে স্বাভাবিকতা ফিরে আসবে। যত অস্বাভাবিক আচরন হবে প্রকৃতির প্রতিশোধও কিন্তু অস্বাভাবিক হবে। কারণ প্রকৃতি তার অবস্থান চিনে ফেলেছে। সে শক্তি শালী হয়েছে। মানুষ দূর্বল হয়ে গেছে। সে যখন নিজেকে বন্দি করছে প্রকৃতি নিজেকে উম্মুক্ত করছে। বাঘেরা লোকলয়ে চলে আসছে। সমুদ্রের কাছে খেলা করছে ডলফিন। পাখিরা উড়ছে স্বাধীন ভাবে। প্রকৃতিতে নাই কোন দুষন। প্রকৃতি পরিশুদ্ধ হচ্ছে। যারা এসময় বেচে যাবে তারা খুবই সৌভাগ্যবান হবে। কারণ আগামী পৃথিবী হবে নতুন এক পৃথিবী। এখানে থাকবে শুধু সাহসীরা। ভীতুরা নয়। ধন্যবাদ।
৬| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: আপনি কি রবিতে চাকরি করেন?
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০২০ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
ম্যাঁওপ্যাঁও ল্যাদানী