নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

পিতা

২২ শে জুন, ২০২০ রাত ১০:৫৫

যার ঔরসজাত এ অধম সন্তান
তার কথা বলি আমি
সেযে কত মহত্তম
জানে শুধু অন্তর্যামি।

যার স্নেহ আর শাসন
এনেছিল জীবনের পথচলায় নিয়ন্ত্রন।
সেতো আমার পিতা,
যাকে নিয়ে রয়েছে আমার
নানান গৌরব গাঁথা।

হে পিতা আমার
লাখ কোটি সালাম তোমায়
তোমার রক্ত কইছে কথা
আমার প্রতিটি শিরায় শিরায়।

আমিযে, আমাতে তোমারে করেছি ধারন
আমিযে, তোমারই অনুলিপি
শ্রদ্ধাভাজন ওগো মহৎ প্রান!
আমার প্রতি নাখোশ হয়ে করনাকো পাপি।



হে বলিষ্ঠ সংগ্রামী
আমাদের আঁধার ঘরের জ্যোতি
জীবন যিহাদ ময়দানে
তুমিইতো, স্বার্থক সেনাপতি।

নব্য ভুমিষ্ট শিশুরে স্তন্য দিয়ে
আগলে রাখে মাতা
জ্বরে নিয়ে এল পথ্য খুজে যেজন
সে আর কেউ নয়, দয়াদ্র পিতা।

সুবহে সাদিকে সুমিষ্ট সুরে
পাঠ করিতে পবিত্র কোরআনের বানী
পশে বসে ধ্যানে মগ্ন আমি
সে পবিত্র কালাম শুনি।

তোমার মত এমনতর
ধার্মিক হতে চাই
আমি তোমার মত হব
প্রার্থনা এটাই।

ছেলেবেলায় বলত যদি কেউ
বড় হয়ে কি হবে?
বলতাম অফিসে যাব বাবার মত
সালাম ঠুকবে সবে।

তোমার শেভের রেজার নিয়ে
কতবার কেটেছি গাল
তোমার মত হতেই হবে
এই ভাবনায় বেসামাল।

আমার প্রেরনায় ওগো পিতা!
তুমিই একমাত্র রবি,
তোমার কিরন গায়ে মেখে যেন
শশি সম ডুবি।

ওগো আমার প্রথম শিক্ষা গুরু
তোমার হাতেই দিক্ষা আমার
তোমার অমৃত আদেশ উপদেশ
পাথেয় হোক পথ চলার।

চলে গেলে আজ অনেক দুরে
অচিন পরপারে
জান্নাত উল ফেরাদাউসে স্রষ্টায়
দাখিল করুক তোমারে।

হে দয়ময়! দয়া কর পিতায়
কবর জিয়ারতে আবেদন অশ্রু ঝড়া
দোয়া করি সদা অধম সন্তান
রাব্বির হামহুমা কামা রাব্বা আনি সাগীরা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ রাত ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমিযে, আমাতে তোমারে করেছি ধারন
আমিযে, তোমারই অনুলিপি
শ্রদ্ধাভাজন ওগো মহৎ প্রান!

...............................................................।
ব্রাভ ব্রাভ, এমন মহৎ কজানা

২| ২২ শে জুন, ২০২০ রাত ১১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলিতে মুগ্ধতা।
এমন বাবার সন্তান হয়ে প্রথম লাইনে নিজেকে অধম বলাটা শ্রদ্ধার্ঘ্য পোস্টে একটু বেমানান লাগছে।ঐ শব্দটা নিয়ে আর একটু ভাবতে পারেন।
সাথে আর একটা বিষয় না বলে পারছি না। বিশেষত দ্বিতীয় কবিতায় বেশ কিছু টাইপো আছে। পারলে আর একবার চেক করে নিন।

শুভকামনা জানবেন।

৩| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: পিতা মাতার বিকল্প কিছু নেই।

৪| ২৩ শে জুন, ২০২০ রাত ১২:০৬

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো পড়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.