নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সময়ে মোবাইল কল ও ডাটা ব্যবহারে কর আরোপ কতটুকু যুক্তিযুক্ত?

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৭


বিশ্বব্যপি চলছে কভিড-১৯ করোনা ভাইরাসের তান্ডব লিলা।বাংলাদেশও এ তান্ডবে ছারখার হয়ে যাচ্ছে। সরকার জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ থেকে পরিত্রানের জন্য।প্রাথমিক অবস্থায় পুরো দেশে এক যোগে লকডাউন চললেও বর্তমানে এলাকা ভিত্তিক লকডাউন করা হয়েছে। কালার ডিভিশনের মাধ্যমে।দেশ বিদেশের এই লকডাউন পরিস্থিতিতে দুরত্ব বজায় রেখে যোগাযোগ রক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার জন জীবন যাত্রায় অপিরিহায্য হয়ে পড়েছে। বর্তমানে নানমুখী কাজে এর ব্যবহার পরিলক্ষিত হচ্ছে।

করোনা মহামারীর এ দুঃসময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকেই বন্ধ । শিক্ষার্থীরা ভিডিও ক্লাসের মাধ্যমে শিক্ষকের দেয়া পাঠ্যক্রম অনুশীলন করছে।


নুবা, ৪র্থ শ্রেণি, তামিরুল মিল্লাত কমিল মাদ্রাসা, টঙ্গী (বালিকা শাখা)


নওরিন, ৫ম শ্রেণি, তামিরুল মিল্লাত কমিল মাদ্রাসা, টঙ্গী (বালিকা শাখা)

করোনা উপসর্গ নিয়ে আতংকিত মানুষ হাসপাতালে ভিড় ঠেলে চিকিৎসা নিতে চাচ্ছে না। টেলিমেডিসিনের মাধ্যমে তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছে।

কোন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা ঘরে বসে অফিসে সাথে গ্রুপ মিটিং এর মাধ্যেমে কাজ করছেন।

যখন বিশ্বের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন । একমাত্র অবলম্বন তথ্যপ্রযুক্তি। মোবাইল, ভিডিও কল, ফেসবুক, ইমো, টুইটার, জুম প্রভৃতির মাধ্যমে মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। তেমন একটি দুর্যোগ মুহূর্তে কোন্ ভিত্তিতে অর্থমন্ত্রী বাজেটে মোবাইল কল এবং ডাটা ব্যবহারে ৩৩% কর গ্রাহকদের উপর চাপিয়ে দিলেন ? যখন জনগনের পাসে থাকা দরকার তখন সরকার এই সত্যটি, এই সাধারণ বিষয়টি বুঝছেনা কেন?।

এসময় বিপর্যস্ত জনগণের পাসে না দাড়িয়ে মরার উপর খাড়ার ঘা কেন? কর অপারেটরদের থেকে নিন জনগণ থেকে কেন? এই মূহুর্তে জনগণের সুবিধার কথা চিন্তা করে গ্রাহকদের উপর থেকে কর প্রত্যাহার করার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৯

রাকু হাসান বলেছেন:


করোনাকালে সরকারের বাজে সিদ্ধান্ত গুলোর মাঝে এটি একটি । বলে লাভ নেই । মাথা মোটা বুদ্ধি থাকলে তো হবেই এমন।

২| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মুজিব রহমান বলেছেন: সিংগাপুরে ফ্রি ডাটা দিচ্ছে যাতে মানুষ ঘরে থেকে ব্যবহার করতে পারে।

৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডিজিটাল বাংলাদেশ স্লোগান আর এ ধরনের সিদ্ধান্তের মধ্যে সংঘর্ষ রয়েছে।

৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:১৫

বিজন রয় বলেছেন: বাংলাদেশে কোনটায় কি যুক্তিযুক্ত কা তো বলা বড় মুশকিল।

৫| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:২১

কবীর হুমায়ূন বলেছেন: আমার মনে হয়, বাংলাদেশের প্রশাসন-সর্ষের ভেতরে ভূত ঢুকে গেছে। এ ভূত বর্তমান সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ঝাঁকুনি দেবার পথ করে দিচ্ছে।

৬| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আমি শুধু চুপ করে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.