নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিকতা যার মধ্যে আছে সেই আল্লাহকে পায়

আতা স্বপন

আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।

আতা স্বপন › বিস্তারিত পোস্টঃ

পরিচয় বিশ্বাসে না জাতিয়তায়?

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৪



একজন মুসলমান যিনি তার জন্য আল্লাহু আকবার (আল্লাহ সবার বড়) বলার পর অন্য কিছুকে বড় মনে করা ( যেমন- মা বাবা পরিবার সমাজ দেশ বা পৃথিবীর ক্ষমতাধর কেউ) মানে ভন্ডামী করা। কে বড় দেশ না ধর্ম এ প্রশ্ন করার অর্থ ধর্ম আর দেশের মধ্যে একটা বিতর্ক তৈরি করার মাধ্যমে ফয়দা হাসিল করা। দেশ আমার জন্মস্থান। আমার রুট। আর ধর্ম আমার বিশ্বাস। যখন আমি বিশ্বাস করলাম আমার রব সবার থেকে বড়। তখনতো আমার বিশ্বাস আমাকে বলেই দিলো রব দেশের থেকেই বড়। সূত্র মতেতো তাই ।এখন আমি যদি বিশ্বাস বাদ দেই। তাহলে আমার দেশ থাকবে ঠিকই কিন্তু সে দেশ হবে এমন নতুন আবিষ্কারের মত যার কোন গাইড বুক নাই। এখন বলুনতো মোবাইল বড় না মোবাইলের গাইড বুক বড়?

একজন আবিস্কারক মোবাইল আবিষ্কার করে যদি গাইড লাইন বা কোন বই না দিত কিভাবে তা চলনা করতে হবে কি ভাবে জানা যেত। এক্ষেত্রে গাইড ছাড়া আবিস্কার নিস্ক্রিয় বা মৃত। আরেক কথায় মূল্যহিন। কাজেই বড় গাইড লাইন। আর গাইড লাইন কোথা থেকে এসেছে আবিষ্কারকের কাছ থেকে।তাহলে আবিষ্কারক ছাড়া গাইড লাইন অসম্ভব।বড় কে আবিষ্কাকারক । আমাদের এ মহা বিশ্বের আবিস্কারক যে স্রষ্টা তাকে বিশ্বাসীরা বিভিন্ন নামে ডাকে। হ্যা বিশ্বাসের ভিন্নতা আছে। আছে বিশ্বাসের মাঝে সঠিক আর ভুল বিশ্বাসের দন্দ্ব। কিন্তু সব বিশ্বাসেই এটা ঠিক যে স্রষ্টাই বড়।

আমাদের দেশের কিছু তথাকথিত প্রগতিবাদি লোক বলেন বাঙ্গালী আগে না ধর্ম বিশ্বাস আগে। কথা হল এই তর্কইতো এক পেসে। কারন এদেশে শুধু বাংগালী নয় আদী বাসিরাও বাস করে। এদেশতো শুধু বাংগালীদের নয়?
মগ চাকমা সাওতাল, মরামা মুরং আরো অনেক গোষ্ঠি এদেরওতো দেশ। তাহলে শুধু বাংগালী বলা কেন?

.হ্যা যদি বলেন সংখ্যাধিক্য কারনে। যদি তাই হয় তবে কেন বাংগালীটাই দেখবেন ধর্ম বিশ্বাসের সংখ্যাধিক্যও দেখুন। আসলে তর্ক করে যারা ফয়দা হাসিলের চেষ্টা করে তাদের এসব নিয়ে ভাবার প্রয়োজনীয়তা কোথায় একটা গিট্টু লাগাতে পারেলেই খুশি।

বাংলাদেশ একটি বৈচিত্রময় দেশ। প্রকৃতি থেকে শুরু করে শিল্প সংস্কৃতি, ধর্ম বর্ণ পোষাক সব কিছুই বৈচিত্রময়।এসব বৈচিত্র আমাদের পরিচয়। এখন যে যার অবস্থানে থেকে এটাকে তুলে ধরতে হবে। হোক সে মুসলমান, হিন্দু , বৌদ্ধ, খ্রীষ্টন, আদী বাসী । হোক নানা বর্ণের বা পেশার। মানুষের ব্যবহারেই তার ধর্ম শিল্প সংস্কৃতি দেশের পরিচয় তুলে ধরতে হবে। এটাই মূখ্য। তর্ক টেনে অশান্তিই আছে শান্তি নাই। আপনি যে পরিচয়ে মনে করবেন আপনার দেশের মানুষকে শান্তি দিতে পারেবেন স্বস্তি দিতে পারবেন সেভাবেই চেষ্টা করলেই হয়। অন্যকে নিজের মত করতে তর্ক লাগিয়ে অশান্তি সৃষ্টি করার দরকার কি?

সত্য সবসময় সৃষ্টিশিল শান্তিরই হয় । আর অসত্য মানেই ধ্বংস অশান্তি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



কোন বিষয়ে সত্য বুঝতে হলে, লজিক্যাল ভাবনা ও এনালাইটিক্যাল জ্ঞান থাকতে হয়, আপনার পোষ্ট পড়ে মনে হয়, এই দুটোর অভাব আছে আপনার মাঝে।

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৭

আতা স্বপন বলেছেন: এ দুটোর কেন? আমি অভাবি মানুষ । অনেক কিছুরই অভাব আছে। আর থাকবেই এটাই স্বাভবিক। তবে ধনবানদের উচিত অভাবগুলো পুরন করে দেয়া। ধন্যবাদ

২| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: সবার আগে মানুষ। ধর্ম দিয়ে মানুষকে বিবেচনা করা বোকামি।

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

আতা স্বপন বলেছেন: একটা গান আছে- ও জীবনরে জীবন ছাইরা না যাও মোরে
তুই জীবন ছারিয়া গেল আদর করবে কে?
মানুষ মাটির ঢেলা। প্রান বা জীবন তাকে সক্রিয় করে। প্রানের কারণেই তার মূল্য। এ প্রান বা রুহ আসে আল্লাহর কাছ থেকে। তার কাছেই ফিরে যেতে হবে। এ প্রান চলে গেলে মূল্যও শেষ। মানুষ আগে কিভাবে হবে। আগেও রুহ পরেও রুহ। রুহ ছাড়া মানুষ নামে অবয়বের মূল্য কোথায়? রুহটা স্রষ্টা এমনিতো দেয় নাই। ওনার কিছু কাজ দিয়েছেন রুহের মোড়কে মানুষটাকে। যতদিন রুহটা থাকবে ততদিন যেন এর ভাড়াটা দেয়া হয়। আর ভাড়া হলো স্রষ্টার বন্দনা। আরাধনা। এই ভাড়া দিতে মালিককে চিনতে হবে।
তাই রুহের সৃষ্টিকর্তার তালাশই জরুরী। আর এ তালাশই ধর্ম। এটা সত্যি ধর্ম দিয়ে মানুষ বিবেচনায় নয় ধর্ম দিয়ে সমাজ গঠন হোক। কারণ ধর্মই মানুষের চলার গাইড লাইন বুক।

৩| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৭

কল্পদ্রুম বলেছেন: বিশ্বাসীদের জন্য আপনার যুক্তি ঠিক আছে।

২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

আতা স্বপন বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে কল্পদ্রুম এর মন্তব্যের মত আমি একই মত দিচ্ছি।

২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:২১

আতা স্বপন বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১৭

আতা স্বপন বলেছেন: সত্য বল সু পথে চল
ওরে আমার মন
সত্য পথে না চলিলে এএএএ
হবে না আআআআ মানুষেএএএর দর্শন...............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.