![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী। আমি আমার ধর্ম ও আমার দেশকে ভালবাসি। ভালবাসি ধর্মমত নির্বিশেষে আমার দেশের সকল মানুষকে।আমি সৎ মানুষ ভালবাসি। নিজে সৎ হতে চাই।
করোনার মাঝে এলো
ঈদ উল আজহা এবার
মনের পশু কোরবানি কর
করুনা পাবে স্রষ্টার
ঈদ আনন্দ সুস্থ জনে
করোনাকে ভাবো শিক্ষা
ভোগে নয় ত্যগে সুখ
নাও এ দিক্ষা
ঈদ- মো্বারক- কার জন্য?
কেউ কি বলতে পারো ?
হালাল রুজি খায় যে জন
নিজেরে ভাবে না বড়।
সুদ ঘুষ দুণীতিবাজের
পশু হোক যত দামি
লাভ নাই কোন তার
শুধুই ভন্ডামি।
মনের জানোয়ার কর জবাই
পশু জবা্ইয়ের সাথে
হবে তুমি সাচ্চা ইনসান
যাবে জান্নাতে।
ত্যাগের মহান শিক্ষায়
দাড়াও দুস্থ পাসে
তোমার সম্মান বেড়ে যাবে
আল্লাহর আরসে।
সবাই যদি ত্যাগী হয়
জীবনে আসবে শান্তি
সুন্দর হবে এ সমাজ
অবসানে দুষ্ট কালের ক্রান্তি।
================
সবাইকে জানাই-
ঈদ মোবাবরক!!!! ঈদ মোবারক!!!!!
ঈদ বয়ে আনুক সবার জন্য শান্তি, স্বস্তি , নিরাপত্তা ও সুস্থ জীবন
২| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনার মনের মাঝে অনেক জানোয়ার বাস করে?
০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:২০
আতা স্বপন বলেছেন: আমি কেন শুধু প্রত্যেকেরই মনে জানোয়ার আছে। কারোটা ঘুমিয়ে থাকে কারোটা থাকে সক্রিয়। ধন্যবাদ।
৩| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৩:০৯
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভায়া
ব্রেশ ব্রেশ ব্রেশ !