নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলিম এবং বাঙ্গালি

নব্যযুগের সভ্য ফেরিওয়ালা

নব্যযুগের সভ্য ফেরিওয়ালা › বিস্তারিত পোস্টঃ

মূল্যহীন এক টাকা

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:১৩

কারনে অকারনে অথবা যেকারনেই হোক না খাওয়ার জন্য গিয়েছিলাম এক হোটেলে।

সকালের নাস্তাটা সেরেই গেলাম বিল দিতে।১৯টাকা বিল হয়েছে শুনে ২০টাকার একটা নোট দিয়ে দাড়িয়ে রইলাম।

প্রায় মিনিট দুয়েক দাড়িয়ে থাকার পর দোকানদারকে বললাম,দিন।
-কি?
-এক টাকা।

এবার লোকটা আমার দিকে এমনভাবে অবাক হয়ে তাকালো,যেন এইমাত্র আমি একটা বিরাট চিড়িয়া । বিরক্তি সুরে বলল,নাই এক টাকা।
-তাহলে?
-তাহলে আবার কি?
-আমার এক টাকা ফেরত দেবেন না?
-আরে ভাই এক টাকার জন্য এমন করছেন কেন ? বাংলাদেশে এক টাকার কোন দাম নেই।

এর মধ্যে দেখলাম আশেপাশের কিছু মুরুব্বি লোক সেখানে হাজির হয়ে গেছে । তাদের দেখে একটু লজ্জাই পেয়ে গেলাম বটে,এক টাকার জন্য আমি এমন করছি!!কিন্তু এই মুহুর্তে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নয়।বললাম,দুই টাকার নোট আছে আপনার কাছে?
-আছে।কিন্তু কেন?
-আগে দিন।হিসাব মিলিয়ে দিচ্ছি।

তারপর লোকটা দুই টাকার একটা নোট আমাকে দিল।আমি টাকাটা নিয়েই বললাম,এখানকার এক টাকা আমার,তাই না?
-হুম
-বাকি এক টাকা আপনার?
-অবশ্যই আমার।
-এখন আপনার এক টাকা আমার।
-কেন কেন? এটা তো আমার টাকা।
-আরে ভাই এক টাকার জন্য এমন করছেন কেন? বাংলাদেশে এক টাকার কোন দাম নেই।

আমার কথা শুনে লোকটা চুপ মেরে গেল। আশে পাশের মুরুব্বিরা মুচকি হেসে আমাকে কিছু একটা বোঝাতে চাইলো।

তারপর আমি আমার পথে হাটা দিলাম। কিছুদূর গিয়ে পেছন ফিরে দেখলাম লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।

খুব অবাক হলাম।মূল্যহীন এক টাকার জন্য কেউ এভাবে তাকিয়ে থাকে নাকি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.