![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীনা গৃহযুদ্ধ হল কুওমিনতাং (অথবা চীনের জাতীয়তাবাদী পার্টি) এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে অনুষ্ঠিত চিনের এক অভ্যন্তরীণ যুদ্ধ।
১৯২৭ সালের এপ্রিল মাসে উত্তরের অভিযানের মধ্যেই এই যুদ্ধের সূচনা হয়।
এই যুদ্ধ প্রকৃতপক্ষে ছিল পাশ্চাত্য বিশ্বের সমর্থনপুষ্ট চিনের জাতীয়তাবাদী দল কুওমিনতাং এবং সোভিয়েত সমর্থনপুষ্ট চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এক মতাদর্শগত সংগ্রাম। গণপ্রজাতান্ত্রিক চিনে সাধারণত এই যুদ্ধ "মুক্তিযুদ্ধ" হিসেবে অভিহিত হয়ে থাকে।
নিরবচ্ছিন্নভাবে এই যুদ্ধ অব্যাহত থাকে দ্বিতীয় চিন-জাপান যুদ্ধ পর্যন্ত। এই সময় কুওমিনতাং এবং কমিউনিস্ট পার্টি ঐক্যবদ্ধ হয়ে গঠন করে দ্বিতীয় যুক্ত ফ্রন্ট।
১৯৪৫ সালে জাপানের পরাজয়ের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
এরপরই ১৯৪৬ সালে চিনে পুনরায় পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ আরম্ভ হয়।
এর চার বছর পরে চিন প্রত্যক্ষ করে এক বিশাল রাজনৈতিক উত্তেজনার অবসান। যখন নবগঠিত গণপ্রজাতান্ত্রিক চিন সম্পূর্ণভাবে চিনের মূল ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং প্রজাতান্ত্রিক চীনের নিয়ন্ত্রণ কেবলমাত্র তাইওয়ান, পেংঘু , কিনমেন, মাৎসু এবং অন্যান্য সংলগ্ন দ্বীপসমূহে সীমাবদ্ধ হয়ে পড়ে।
অদ্যাবধি যেহেতু এই গৃহযুদ্ধে অংশগ্রহণকারী দু'পক্ষের মধ্যে কোন যুদ্ধবিরতি অথবা কোন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি সেহেতু এই যুদ্ধের আনুষ্ঠানিক ইতি নিয়ে বিতর্ক রয়েই গেছে।
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা কি তেমনই এক নিষ্ঠুর ইতিহাসের সৃষ্টির মূখোমূখি!!!!!!!!!!!!!!!!
একদিকে অনির্বাচিত স্বৈরাচারি সরকার! আরেকদিকে হত্যা গুম খুনের মাধ্যমে বিরোধী দমন! এখন বিরোধী পক্ষ যদি আত্মরক্ষায় ঘুরে দাড়ায় তবেইতো শুরু হয়ে যায়- সেই অনাকাঙ্খিত নিষ্ঠুরতার!
আমজনতা নিরবে কোন এক মুক্তির আশায়! সেই মুক্তি কিভাবে আসবে কেউ জানেনা!
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: "অনাকাঙ্খিত নিষ্ঠুরতার" না ঘটাই উত্তম।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬
রঙিন মানব বলেছেন: ধন্যবাদ :-)
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ইতিহাস জানলাম