![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা।
আজ ১৫ আগস্ট বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাব ধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ সেই কবির জন্মদিন।
বাংলা সাহিত্য জগতে যিনি এক অবিস্মরণীয় নাম।
কবি সুকান্ত ভট্টাচার্য।
লেখালেখি করেছিলেন মাত্র ৬/৭ বছর।
এই সামান্য সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন শোষিত ও বিপ্লবী মানুষের কবি হিসেবে।
তাঁর রচনা পরিসরের দিক থেকে স্বল্প অথচ ব্যাপ্তির দিক থেকে সুদূরপ্রসারী।
অমিত প্রতিভার অধিকারী সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সের লিখনির মধ্যদিয়েই ধারণ করেছেন একটি যুগকে।
কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অসামান্য জনপ্রিয় এবং শক্তিমান কবি।
কৈশোর থেকেই তিনি যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে।
পরাধীন দেশের দুঃখ দুর্দশাজনিত বেদনা এবং শোষণ মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্ম জীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম তাঁর কবিতার মূল প্রেরণা।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র (১৯৪৮) বাংলা সাহিত্যে বিষয়বস্তুর অভিনবত্বের চেয়েও প্রকাশ ভঙ্গির বলিষ্ঠতা এবং প্রতিমা নির্মাণের অভিনবত্বের জন্য পাঠক সমাজে অকুণ্ঠ প্রশংসা পেয়েছে।
ঘুম নেই (১৯৫০), পূর্বাভাস (১৯৫০), মিঠে কড়া (১৯৫২) প্রভৃতি তার প্রতিভার উজ্জ্বল সাক্ষ্য।
তিনি বলেছিলেন, "অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ, তারপর হবো ইতিহাস।"
আজ, সত্যিই তিনি ইতিহাস।
‘তারপর হব ইতিহাস’- বলে যে কবি জীবদ্দশায় ঘোষণা দিয়েছিলেন আজ তিনি সত্যিকার অর্থেই ইতিহাস হয়ে আছেন মানুষের অন্তর্লোকে।
১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৯
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬
রঙিন মানব বলেছেন: আপনাকে ধন্যবাদ
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৩
সুমন কর বলেছেন: কবির জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।