![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনকয় আগে আমার একাউন্টে ব্যাংক ওয়্যারএ কিছু টাকা আসার পর ব্যাংকার প্রথম দাবী করল এখানে ১০-১৫% ইনকাম ট্যাক্স কেটে রাখতে হবে।
আমি তাকে ইনকাম ট্যাক্স এক্ট এর সেকশন ৬ (৩৩) প্রিন্ট করা পেজটি দিলাম। ব্যাংকার এটা দেখে তার কলিগকে দেখাল। কলিগ বলল, তাহলে বেচে গেলেন নয়ত ১০-১৫% আয়কর দেয়া লাগত। তারপর ঐ কলিগটিই বলল আমাদের কিছু ইন্টারনাল ফী রেখে টাকা দিয়ে দেন। ব্যাংকার তাদের সিডিউল অব চার্জেজ খুজে কোন চার্জ না পেয়ে বলল পেলামনাতো। এই বলে সে আমার প্রয়োজনীয় সই রেখে ছেড়ে দিল আর বলল সে এটা কনফার্ম হয়ে আমার একউন্টে টাকা দিয়ে দিবে।
পরবর্তী কর্মদিবসে ফোন দিলাম, সে আমাকে জানাল সে এখনও নিশ্চিত হতে পারেনি। তাই বাধ্য হয়ে আমি তাদের হেড অফিসএ ফোন দিলাম, তারা আমাকে নিশ্চিত করল তাদের কোন ইন্টারনাল ফী নেই।
আমি আমার ব্যাংকারকে আবার ফোন দিলাম, তাকে হেড অফিস এর কথা বললাম, সে হেড অফিস এ কথা বলে আমাকে নতুন তথ্য বলল, "আমাদের ইন্টারনাল ফী নেই তবে ১০-১৫% ইনকাম ট্যাক্স আছে"। সে বলল তাদের কাছে একটা সার্কুলার আছে এবং সেই অনুযায়ী আমাকে ১০-১৫% ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি বললাম তাহলে আমাকে কিন্তু ইনকাম ট্যাস্ট সার্টিফিকেট দিতে হবে। ব্যাংকার বলল, আমি গেলেই তারা এটা দিতে পারবে। আমি তাকে বললাম তাহলে এটা হোল্ড করে রাখেন আমি ব্যাংক এ আসি তারপর যেটা হয় দেখব।
ইতিমধ্যে আমি এই বিষয়ে যথেষ্ট খোজ খবর নিয়ে পরবর্তী দ্বিতীয় কর্মদিবসে আবার ব্যাংক গিয়ে বৈদেশিক লেনদেন এর ইনচার্জকে ইনকাম ট্যাক্স ২০০১৪-২০১৫ অর্থবছরের পরপত্র ৫০(চ) দেখালাম যেখানে উল্লেক আছে- "তথ্য প্রযুক্তি খাতে অর্জিত আয়কে ৩০ জুন ২০১৯ পর্যন্ত কর অব্যাহতি প্রদান"। তিনি তার বেশ কয়েকজন কলিগএর সাথে কথা বললেন কিন্তু তিনিও নিশ্চিত হতে পারলেন না। তিনি আমার কাছে আরেকদিন সময় চাইলেন। আমি তখন যে সার্কুলাল-বলে তারা ইনকাম ট্যাক্স দাবী করছে তার একটা কপি নিয়ে আসলাম। এটা হল সেকশন ৫২(২) এবং ৫২(৩)।
তারা টেকনিক্যাল (প্রযুক্তগত) সেকশনটাকে ইনফরমেশন টেকনোলজি (তথ্য প্রযুক্তি) এর সাথে গুলিয়ে ফেলছে। তথ্য প্রযুক্তি'র জন্য যেখানে ইনকাম ট্যাক্স এক্ট এ আলাদা সেকশন আছে সেখানে অন্যান্য প্রযুক্তিগত বিষয এর জন্য প্রযোজ্য সেকশন আমার উপর প্রয়োগ করতে চাওয়ার কি মানে আছে?
এই বিষয়ে পূর্ববর্তী পোস্ট- Click This Link
২| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০২
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অদক্ষ ঘুষখোর দুর্ণীতিবাজ অশিক্ষিত অযোগ্য আমলা আর অফিসার বাহিনী হল বাংলাদেশের অফিসার বাহিনী।
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১
অডি বলেছেন: বন্ধুগণ,
অবশেষে টাকাটা আমার একাউন্টএ পেলাম।
আপনাদের ধন্যবাদ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪০
বিদেশ পাগলা বলেছেন: এ জন্য দায়ী আবেগ কারণ শত যোগ্যতা থাকা সত্বেও কত লোক বেকার ও অবহেীলত । অথচ সরকারী চাকুরীতে ৫৬ % কোটা আর বাদ বাকী মাত্র ৪৪% কোটা মুক্ত । কোটা কি কিয়ামত পর্যন্ত চলবে ? কোটা সম্পূর্ন রুপে তুলে দিতে হবে । যাদের অত্যন্ত মেধা নেই, প্রভাবশালী মামা-খালু নেই ও ঘুষ দেওয়ার টাকা নেই তাদের কি হবে ? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ? মুক্তিযোদ্ধাদের ঢাকাতে জমিসহ ৬ তলা বাড়ি দিয়ে দিক কোন আপত্তি নেই । কিন্তু চাকুরী ক্ষেত্রে অযোগ্য লোকদের মুক্তিযোদ্ধাদের নামে যা ইচ্ছা তা করা যাবে না । আবেগ আর কুট রাজ নীতি জাতিকে ধ্বংস করে ছাড়বে । আপনি যথেষ্ট ধৈর্য্যশীল, লড়াকু ও আত্মবিশ্বাসী । কিন্তু সকলে তো আপনার মত না । এ জন্য অন্যায়কারীরা এত কিছু করার সাহস পায় । কষ্ট করা ও ধৈর্য্য ধরতে বেশীর ভাগ লোক সক্ষম না । আপনাকে ধন্যবাদ .......
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৪
নগর সংগীত বলেছেন: কোন ব্যাংক এটা? বাংলাদেশ ব্যাংকে একটা অভিযোগ করে দিন।