নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণী

সাধারন চিন্তার সাধারন যুবক । মনে হিজিবিজি যা আসে তাই বলি এবং বলার চেষ্টা করি।

অণী › বিস্তারিত পোস্টঃ

বহনযোগ্য-দূরালাপনি যন্ত্র

১৫ ই জুন, ২০১৫ রাত ৯:১০

"সকল প্রকার মোবাইল পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ"

ঠিক আছে বুঝলাম, যে নকল বন্ধ করবার লক্ষে, সকল প্রকার বহনযোগ্য-দূরালাপনি যন্ত্র, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে আনা অবাঞ্ছনীয়। এখন যদি পরীক্ষাকেন্দ্রে বহনযোগ্য-দূরালাপনি যন্ত্র আনা বেআইনি হয়েই থাকে, তাহলে পরীক্ষা চলাকালীন সময়ে, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা কেন তাদের বহনযোগ্য-দূরালাপনি যন্ত্র নিরব করে পরীক্ষাকেন্দ্রে আসছেন না?

পরীক্ষার সময় তাদের বহনযোগ্য-দূরালাপনি যন্ত্রের রিচিং-চিচিং শব্দে, আমাদেরও কিন্তু সামান্য কষ্ট হয়। এটাকি তারা জানেন না? যেহেতু তারা শিক্ষক, গুরুজন তাদেরকে তো সরাসরি কিছু বলাও যাচ্ছে না। কি আর করার, রিচিং-চিচিং শব্দ হজম করাই লাগবে।

আমরা নগণ্য আমরা ছাত্র,
কিল ঘুসি খাই দিবা-রাত্র।।

# বন্ধুদের মতামত-

১। আমি যে হলে পরীক্ষা দিচ্ছি, আজ ঐ হলের এক ছাত্রের একটি মুঠোফোন ও আজ ভেঙ্গে ফেলেছে এক জন শ্রদ্ধীয় শিক্ষক(ছাত্রের অপরাদ হল সে তার বন্ধ ফোনটি তার নিজের কাছে রেখেছে)। কিন্তু পরীক্ষা চলাকালিন সময় অজস্র বার তার (শিক্ষক) মুঠোফোনটি উচ্চস্বরে বেজে উঠেছে, যেটি ছিল খুবই বিরোক্তি কর। আমার প্রশ্ন টা হল, যদি একটি বন্ধ ফোন ভেঙ্গে ফেলা হয় শুধু মাত্র কাছে রাখার অপরাদে, তবে যে গুরুজনের ফোনটি উচ্চস্বরে শব্দ করে সকলের মনযোগ নষ্ট করেছে বারং বার, তার ফোনটি তাহলে কি করা উচিত?

২। amder teachrer ringtone clo "ami bolcina vlobshtei hobe"

৩। Phn nia jaba ki ase kopal a.ajairra teacher ar hat paw..

৪। দিন বদলাইলে দেইখা লমু হালাগোরে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ রাত ৯:৩৬

নতুন বলেছেন: পরিক্ষার হলে শিক্ষরের ফোনটাও সাইলেন্ট রাখতে হবে... এটা সাধারন গিয়ান...যদি কোন শিক্ষকের এই গিয়েনে ঘারতি থাকে তবে তারে। যেই বই পড়িলে কিভাবে মোবাইল ফোন ব্যাবহার করতে হয় শেখা যায় তা কিনে দিতে হবে..

১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:১৮

অণী বলেছেন: ঠিক ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.