নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

দেবকাঞ্চন ফুল অথবা না-মানুষী গল্প

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০


এই পৃথিবীতে আর কোনোদিন হেমন্ত আসবে না জেনেও
আমরা আমাদের চোখে চোখ রেখে একই রিকশায় ঘুরে
বেড়াচ্ছি। নতুন মানুষেরা তবুও ভালোবাসাবাসি করছে!

অথচ, দেবকাঞ্চন আর হেলেঞ্চার ফুলগুলো কোনোদিন
আমাদের পুকুরপাড়ে ফুটবে না। মানুষের মতো প্রগাঢ়
ভয়ানক নামহীন, গোত্রহীন এক দানবের পৃথিবীতে ওড়ে
আসছে একটা লাশ, তাকে আমি মানুষ বলতে পারছি না!

অথচ, হুবুহু মানুষের মেয়েদের, স্ত্রীদের কিংবা মা’দের
মতন দেখতে, অঙ্গভঙ্গি; শব্দস্বর; সব; সব একই রকম
অথচ, তিনি মা নন, নারী নন, নির্যাতিত নারী শ্রমিক!

এই রকম একটা পৃথিবীতে আমি তোমার জন্য শিউলি
ফুল খুঁজে বেড়াচ্ছি, তুমি পানিপুরি খেতে চাচ্ছো, আর
আমাদের বন্ধুরা পারমাণবিক শক্তি কমিশনের সামনে
বসে চ-বিড়ি খেতে খেতে কনটেম্পোরারি আর্ট মারাচ্ছে!

আমিও যোগ দিচ্ছি মাঝে মাঝে। নতুন সময়ের কবিতা
আর গল্পগুলো কি রকম হবে সেইসব নিয়ে আমাদের
মাঝে আলাপ-আলোচনা হচ্ছে, বর্তমান ক্যামেরা কার
মুখ দিয়ে কথা বলবে, সেইসবও; আমরা ঝগড়াঝাঁটি
করছি, আমরা একে নাকচ করছি, ওকে টেনে তুলছি,
সব চলছে, অথচ, মানুষ; মানুষ নিয়ে আমাদের কোনো
কথাবার্তা নাই, কোনো রকম আলাপ-আলোচনা নাই!

আমাদের সন্ধ্যার বাতাসগুলো মানুষের ঘৃণা, মৃত্যু আর
হত্যাকান্ড এবং নির্যাতনের চিহ্ন নিয়ে ওড়ে ওড়ে এসে
আমাদের চায়ের কাপে বসছে, ‘এস্থেটিক টি’ নাম দিয়ে
একটা নীল অপরাজিতা ফুল চায়ের কাপে চুবিয়ে মৃত্যু
নিশ্চিত করে সেইসব ঘৃণা আমরা গুলে খেয়ে ফেলছি!

নীল অপরাজিতা কিংবা দেবকাঞ্চন ফুলের কথা থাক
মানুষের জন্য যে একটা মানুষের পৃথিবী বানাবার
কথা ছিলো, সেইসব বেমালুম ভুলে গিয়ে আমি শিউলি
ফুল খুঁজে বেড়াচ্ছি, তুমি পানিপুরি খেতে চাচ্ছো, আর
আমার বন্ধুরা, তারা কনটেম্পোরারি আর্ট মারাচ্ছে…

২৮ অক্টোবর, ’১৯। কার্তিকের সন্ধ্যা
মিরপুর, ঢাকা।


মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: ইহাকে বলে আধুনিক কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০

অনন্ত আরফাত বলেছেন: হা হা হা হা হা। ধন্যবাদ ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪২

মা.হাসান বলেছেন: ভালো লিখেছেন, আন্তরিক অভিনন্দন।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মা. হাসান ভাই থুক্কু খেলতাম না, আপনি কবিতা পড়ছেন আর মন্তব্য করছে
হা হা মারহাবা

অনন্ত ভাইয়া সুন্দর হয়েছে

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪

অনন্ত আরফাত বলেছেন: ছবি আপু, কি, হিংসা হয়?!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে না ভাইয়া, বদ লোক কবিতা দেখতারে না হা হা

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০১

অনন্ত আরফাত বলেছেন: কবিতা আমিও দেখতে পারি না ভাইয়া। ভাইয়ের সাথে দেখি আমার মিলে গেছে!

৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

নীল নীর্জন বলেছেন: অসাধারণ ।। ভালো লাগলো

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০২

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: সময় দিন দিন দুঃসময়ের দিকে যাচ্ছে। ইউ টার্ন আগামী কতো বছর পর জানিনা - তাই অপেক্ষা!

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৫

অনন্ত আরফাত বলেছেন: হা। সেটাই ভাই।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১১

আখেনাটেন বলেছেন: বেশ।

আসলেই আমরা কন্টেম্পোরারি আর্ট মারাচ্ছি। :(

কবিতার দ্রোহটুকু উপলব্ধি করলুম। সুন্দর।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৬

অনন্ত আরফাত বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন ভাইয়া।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

পৃথিবী বড়ই বিচিত্র। কবিতাও তাই। :)

৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮

অনন্ত আরফাত বলেছেন: হা। ভালোবাসা জানবেন ভাই।

৯| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা হা হা হা। ধন্যবাদ ভাই।

হাসুন। হাসা স্বাস্থ্যের জন্য ভালো।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮

অনন্ত আরফাত বলেছেন: ভালোবাসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.