নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

অনন্ত আরফাত

অনন্ত আরফাত › বিস্তারিত পোস্টঃ

জলের জীবন

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২১



তোর চোখের কোণে ছোট্ট একটা পাপ ছিলো
সেই পাপে ডুবে আমি সাঁতারু হয়ে গেছি…

ফণীমনসার ঝাড়ের মত আগন্তুক চুল আমাকে
আটকে দিয়েছে জলে…
জলের জীবন আমার বহুদিনের প্রার্থনায় ছিলো।

কত সাঁতারুই তো স্লান শেষে ফিরে না এই জন্মে,
তোর নাবিকেরও সমুদ্রে ডুবার বড় সাধ;
তোর অশক্ত নরম ঠোঁটের কোণে
একটা অভিমানী মেঘ ছিলো…
তোর মেঘে ভর করে লক্ষ লক্ষ ফানুস
আকাশে উড়ে আজকাল…

তোর অনুতপ্ত চোখ একদিন পাপ করেছিলো
মাঝরাতে, সময়ের বিপরীতে ব্যবিচারী চুল
ডুব মেরে আছে অতলান্ত জলে…
তুই তো জানিস, কত লক্ষ লক্ষ নাবিক
সমুদ্র ভালবেসে
আর ছুঁতে পারেনি তার প্রেমিকার ঠোঁট,
আমি সমুদ্রের প্রেমে ডুবিনি জানিস…

তোর চোখের কোণে ছোট্ট একটা পাপ ছিলো
ফণীমনসার ঝাড়ের মত আগন্তুক চুল
আমাকে আটকে দিয়েছে জলে…
তোর চুল খুঁজতে খুঁজতে মনে হয়
এই জন্মে আমার আর ফেরা হলো না।

জলের জীবন আমার বহুদিনের প্রার্থনায় ছিলো!

২৩ নভেম্বর, ’১৪। অঘ্রানের রাত।
খুলশি, চট্টগ্রাম।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:


জলজ উদ্ভিদ? ব্লগে একদিন, এটাই কবিতার জীবন?

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৮

অনন্ত আরফাত বলেছেন: চাঁদ্গাজী, আপনার কথা বুঝতে পারি নাই।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় আপনার একটা পোষ্ট থাকলে, আরেকটা দিবেন না। প্রথম পাতা থেকে আপনার লেখা সরে গেলে আরেকটা দিবেন।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

অনন্ত আরফাত বলেছেন: আচ্ছা ভাইয়া। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২

নার্গিস জামান বলেছেন: ওয়াও :)

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

অনন্ত আরফাত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা জানবেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.