নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাঙ্গীর আলম অপূর্ব্

সময়ের স্রোতে কত কিছুই বদলায়, বদলাইনি শুধু এই আমি

জাহাঙ্গীর আলম অপূর্ব্ › বিস্তারিত পোস্টঃ

আমার খুব প্রিয় একটি কবিতা

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০



আমার খুব প্রিয় একটি কবিতা শেয়ার করছি, আশা করি ভাল লাগবে।



******* প্রথম অতিথি ************

--- নির্মলেন্দু গুণ

এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি,

মুহুর্তে সবুজ ঘাস পুড়ে যায়,

ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে উঠে চাঁদ,

নরম নদীর চর হা করা কবর হয়ে

গ্রাস করে পরম শত্রুকে,

মিত্রকে জয়ের চিহ্ন, পদতলে প্রেম,

ললাটে ধুলোর টিপ এঁকে দেয় মায়ের মতন,

এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি।



নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে,

হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী

রূপসী নারীর চুল ফূল নয়,

গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক,

এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি,

কখনো দেখেনি কেউ ।

বাতাস - বাতাস শুধু নয়

ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময়

আকাশ - আকাশ শুধু নয়

এরকম বাংলাদেশ, বাংলাদেশ নয়।



এখানে প্রানের মুল্যে নদীর জলের মধ্যে

আসে বান, টর্পেডো, টাইফুন, ঝড়

কালবৈশাখীর দুরন্ত তুফান

কোকিল - কোকিল শুধু নয়

পাখি শুধু পাখি নয় গাছে

বাউলের একতারা, উরুর অস্থির মতো

যেন আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে ।



আজকাল গান শুধু গান নয়

সব গান অভিমান

প্রানের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয়

এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ

তুমিই তার প্রথম অতিথি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

স্বপ্নবাজ শয়ন বলেছেন: আমারো ভালো লাগার একটা কবিতা,,,, ধন্যবাদ ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: ধন্যবাদ । অনেক খুঁজে কবিতাটা কোথাও পেলাম না, শেষে প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির আবৃতি শুনে শুনে লিখলাম...

২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভাল লাগা নির্বাচন
শুভকামনা

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

ফারহানা নিশিতা বলেছেন: ুন্দর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: আমাদের প্রিয় অভিনেতা হুমায়ূন ফরিদীর কন্ঠে এই কবিতাটার আবৃতি আছে, শুনে দেখবেন আরো বেশি ভালো লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.