নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাঙ্গীর আলম অপূর্ব্

সময়ের স্রোতে কত কিছুই বদলায়, বদলাইনি শুধু এই আমি

জাহাঙ্গীর আলম অপূর্ব্ › বিস্তারিত পোস্টঃ

কে পাগল?

১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

"এক্কেবারে পাগল হয়ে যায়!" - অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশমূলক একটা উক্তি।
দৃশ্যকল্প-১ঃ আপনি জরুরী কাজে বের হয়েছেন। ফুটপাত ধরে দ্রুত হাঁটছেন। সময়মত পৌছাতে না পারলে আজ আর কাজটা হবে না। কিছুক্ষণের মধ্যেই আপনার হাঁটার গতি কমিয়ে দিতে হলো কারন আপনার সামনেই কয়েকজন পথচারী স্বল্প প্রসস্ত ফুটপাতের পুরোটা দখল করে একই দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে অথবা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে অথবা একজন রাস্তার মাঝ বরাবর ধরে মোবাইল টিপতে টিপতে এগিয়ে যাচ্ছে অতি ধীর গতিতে। আপনার তো তাড়া আছে, কি করবেন? নিশ্চয়ই পাশ কাটিয়ে যাবার চেষ্টা করবেন, ভদ্রতাসূচক "এক্সকিউজ মি"ও বলবেন। পাশ কাটিয়ে বের হয়ে যাবার সময় অজান্তেই কারো সাথে মৃদু বা কিছুটা জোরেই ধাক্কা লেগে গেলো, বুঝতে পেরে হয়ত স্বাগতোক্তির মত করে "সরি"ও বললেন। তারপরেই শুনতে পাবেন উক্তিটা - "পাবলিক রাস্তায় বের হলেই পাগল হয়ে যায়!"

দৃশ্যকল্প-২ঃ আজ আপনার কোনো তাড়া নাই। বাসা থেকে বের হয়েছেন, হাতে অনেকটা সময় আছে। ধীরে সুস্থে পৌঁছালেই চলবে। বাসার সামনে থেকেই একটা লোকাল বাস পেয়ে উঠে পড়লেন তাতে। বাসে যাত্রী কম থাকায় পেছনের দিকে একটা সীটও পেয়ে গেলেন।  কিন্তু আপনার গন্তব্যে পৌঁছার আগেই লোকাল বাস তার "লোকাল-রূপ" ধারন করল - বাসের ছাদ ছাড়া আর কোথাও বসা তো দূরে থাক দাঁড়ানোর যায়গাও নাই - যাত্রীতে ঠাসা। আপনার নির্দিষ্ট স্টপেজে পৌঁছানোর আগে আগে আপনার মাথায় দুইটা অপশন আসলো - ১. বাস থামার আগেই ভীড় ঠেলে গেইট পর্যন্ত এগিয়ে থাকলেন অথবা ২. বাস থামার পরে সীট থেকে উঠবেন। এই ভীড়ের মধ্যে পরে নামতে সমস্যা হতে পারে চিন্তা করে এক নম্বর অপশনটাই বেছে নিলেন। কিন্তু বেশিদুর আগাতে পারলেননা, বাসের মাঝামাঝি আসতেই সামনে দাঁড়ানো যাত্রী ধমকে উঠলো, "তাড়াহুড়া করেন ক্যান, আরো লোক নামার আছে"! কি আর করা - বাস থামা পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকলেন। বাস থামার পরে নামতে গেলেন, তখনো ভীড় কমে না। বেশি দেরি হলে নামতে পারবেন না, যাত্রী ঠেলে উঠতে থাকবে, তাই একটু ঠেলেই নামতে থাকলেন, তাতে কোনো কোনো যাত্রীর গায়ে হয়ত ঠেলা-গুতা লাগছে একটু, আপনাকে নামতে তো হবে। তখনই শুনবেন আশেপাশের কেউ বলে উঠছে, "পাবলিক বাসে উঠলেই পাগল হয়া যায়!"

মনে হয় না যে জাতি হিসাবে আমরা খুব জাজমেন্টাল? অন্যকে খারাপ বিবেচনা করতে একটুও সময় নেই না। কাউকে পাগল, কাউকে টাউট-বাটপার উপাধি দিতে কার্পণ্য করি না কখনো!  নিজের দিকে তাকাই না একবারো!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: হা হা সবাই ই পাগল হয়ে উঠছে ভাইয়া!!! :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: হাহাহাহ!! ঘটনা সত্যি!!

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

গেম চেঞ্জার বলেছেন: আমরা সবাই পাগল! এই পাগল রাজত্বে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.