![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অতি সাধারণ মানুষ ।। আপাতঃ ভাবে মানুষ হিসেবে জন্ম হয়েছিল | স্বপ্ন দেখি "মানুষ" হয়ে ওঠার ,যাতে শেষ বিদায়ে জন্মটাকে অর্থহীন মনে না হয় । অতীতকে মুঠোয় নিয়ে , বর্তমানের পথে হেঁটে যাই ভবিষ্যত্ এর দিকে ।। আমার সম্পর্কে আর ....?? হয়তো বা অনেএএএএক কিছু , হয়তো বা কিছুই না ।। হয়তো শুধু তপ্ত মরুর বুকে পদচিহ্ন রেখে যাওয়া যাযাবর ।। অথবা আঁধারে ঘেরা আলোয় এক অচিন ছায়া , যা শুধু দেখা যায় , যার অস্তিত্ব উপলব্ধি করা যায় সরব নীরবতার মাঝে ।। কিন্তু ছোঁয়া যায় না , অনুভব করা যায় না ।।
থেমে থাকা সময় ,
একটা কফির টেবিল ,
আবছায়ায় এক কোণায়-অস্পষ্ট ,
মুখোমুখি দুটো কফির মগ
ধোঁয়া ওঠেঃ বরফ আর বাষ্প ।
খুব দ্রুত ছুটতে থাকে সময় ,
আপেক্ষিকতার সূত্রের হাত ধরে ।
চঞ্চল বা স্থির দু জোড়া চোখ ,
থেমে থাকা দু জোড়া ঠোঁট ,
বেড়ে চলা হৃদস্পন্দন ।
নীরবতা ভেঙে হঠাত্
দুজনের একসাথে কথা বলতে চাওয়া-
ঘটনার আকস্মিকতায় থমকে যাওয়া দুজনেরই !
তারপর দুজনের নীরব হাসি ,
আর একে অপরকে বলতে বলা
একে অপরের কথা শুনতে চাওয়া,
সেই সব কথা যা বলতে চাওয়া ,
সেই সব কথা যা শুনতে চাওয়া ।
অথবা কখনো হয়তো একাকী
উদাস বিকেল অথবা নীরব সন্ধ্যা,
অপেক্ষায় অপেক্ষায় জমতে থাকা
আবেগের , ভালবাসার বাষ্প ।
অথবা নিশ্চিত ব্যর্থ অপেক্ষায়
একাকী জমাতে থাকা অভিমান ,
কফির মগের ফ্লেভার নোনতা করে
অথবা কফির টেবিলে ফোঁটা ফোঁটা জলের কারুকার্য ।
কফিশপ , কফির টেবিল বা কফি
টিকে থাকে স্মৃতি নিয়ে ,
স্বপ্নের হাতছানি নিয়ে ,
টেবিলে দুপ্রান্তের একজোড়া জীবন
অথবা থেমে থাকা মুহূর্তে স্মৃতি রোমন্থন ।
সব নিয়ে ভালবাসায় কফিশপ
টিকে থাকে জীবনের ইতিহাস হয়ে,
টিকে থাকে ভালবাসা নিয়ে ,
টিকে থাকে স্মৃতি নিয়ে ,
টিকে থাকে অপেক্ষা নিয়ে ,
কোন একাকী একজনের স্মৃতি রোমন্থনে
অথবা অনেকগুলো 'দুজনের' বা 'কয়েকজনের' সাথে ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
অরিত্র রুদ্র অবনীল বলেছেন: ধন্যবাদ !
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: টিকে থাকে স্মৃতি নিয়ে ,
স্বপ্নের হাতছানি নিয়ে ,
টেবিলে দুপ্রান্তের একজোড়া জীবন
অথবা থেমে থাকা মুহূর্তে স্মৃতি রোমন্থন
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা। কফিশপে প্রেম
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
গগণজয় বলেছেন: ভাল লাগলো।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর.. মাঝখানে স্পেস দিলে মনে হয়,আরো সুন্দর লাগতো।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
মিঠু জাকীর বলেছেন: ভালো--- কিছুটা বাহুল্য বটে!
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কোন একাকী একজনের স্মৃতি রোমন্থনে
অথবা অনেকগুলো 'দুজনের' বা 'কয়েকজনের' সাথে ।
কবিতা ভালো লাগলো।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
এহসান সাবির বলেছেন: বেশ.......!!
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
বকুল০৮ বলেছেন: সুন্দর!