নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য অনেক অথবা কিছুই রহস্য নেই।

শহীদুল ইসলাম অর্ক

খুঁজি- নিজেকে, অন্যকেও...

শহীদুল ইসলাম অর্ক › বিস্তারিত পোস্টঃ

বিবৃতি, প্রজন্মের প্রতি

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১

জেনে রাখ হে আমার দক্ষিন প্রজন্ম, এই হলাম আমি, আর এ আমার উত্তরাধিকার, প্রেমহীন, আলোহীন, উল্লাসহীন কিছু পাপ আর সার্বিক ব্যর্থতার সমূহ সাতকাহন। কোথা থেকে এসেছি-জানিনা, কোথায় আছি-জানিনা, কোথায় যাব তাও জানিনা। এই হল আমার জীবনের একমাত্র এবং শেষ অভিজ্ঞান।
..........

কৃষ্ণপক্ষ ঘোর ঘন হয়। আর আমার মাড়িতে রক্তের প্রস্রবণ। নিজের খুনের স্বাদে জীবন বড় বেশি ঘানি টানা অন্ধ পশু বলে মনে হয়। অতীত বর্তমান ভবিষ্যতহীন, হাসি আর কান্নাবিহীন, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেববিহীন কর্মক্রিয়া হাতের তালুতে ঘষে ঘষে উষ্ণ হয়ে ওঠা। কোথা থেকে এসেছি-জানিনা, কোথায় আছি-জানিনা, কোথায় যাব তাও জানিনা। এই হল আমার জীবনের একমাত্র এবং শেষ অভিজ্ঞান।
.........

জনৈক সহিসকে বলেছিলাম একদিন- কোনদিকে যাব বল তো? হো হো করে বেদম হেসে বলেছিল- যে দিকেই যান সবদিকেই শেষমেশ শূণ্য। ভাড়াটে স্বপ্নের সাথে উঠবস করতে করতে দেখি একদিন ঝোলাতে নেই কোনো পূর্নতার পূন্য। আমিত্বকে ঘৃণা করে গড়েছি পাপের খোয়াড়! সহিসের কথাই আজ সত্য বলে মনে হয়।
.........

তাই সব লেনাদেনা চুকেবুকে এসে দাড়িয়েছি এ গলির মোড়েই। যতই ছেনালী করুক ভুলাতে পারবে না আর, বুঝেছি এবার কতবেশি তার মহাজনি সুদের হার! তবু শেষদিনে এসে, কড়িকাঠে মৃত্যুকে চিনে, তাকে ঘৃণা করা শিখলাম! বস্তুত আজ থেকে আমি মুক্ত, স্মৃতিহীন।
.........

হে আমার অনাগত প্রজন্ম, এই হল আমার জীবনের শেষ অভিজ্ঞান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.