নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে এখনো একজন লেভার হিসাবে আমি যোগ্য

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৩

মনে হচ্ছে এখনো একজন লেভার হিসাবে আমি যোগ্য। আমার টীম এর ম্যাক্সিমাম স্টাফরা পরীক্ষা নিয়ে ব্যস্ত, কেউ কেউ কার্নিভাল এর ট্রাভেলিং নিয়ে ব্যস্ত। অবশেসে একা একা আমি ৮০ ঘন্টা কাজ করলাম গত এক সপ্তাহে । এর বাইরে রান্না বান্না, ক্লায়েন্ট এর সাথে যোগাযোক। আমার মনে আছে ২০১২ সালে আমি ৬০+ ঘন্টা কাজ করতাম ওডেক্সে এ। কিন্তু এতো বছর পরেও সেই এটেনশন নিয়ে যে কাজ করতে পারবো তা আসা করিনি। যদিও আমার কাজের কোয়ালিটি তেমন ভালো হয়নি বুঝতে পারছিলাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.