নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

ইস্যুঃ স্বর্ণ ঘরে থাকলেই ভরিতে ১০০০ টাকা করে সরকারকে কর দিতে হবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

ঘরে থাকলেই ভরিতে ১০০০ টাকা করে সরকারকে কর দিতে হবে।

কোন দিক দিয়ে দিতে হবে সেটা তো বলেনি।
একটা কথা মানুষ কেন মানতে চায়না যেঃ সরকারি চাকুরি জীবিদের বেতন ১০০% করে দেওয়াতে সরকার খরচের টাকা তুলতে হিমসিম খাচ্ছে।
কয়দিন পর বলবেঃ
হাটলে কর দিতে হবে,
গাড়িতে চড়লেও কর দিতে হবে।
পানি খাইলে কর দিতেহবে।
ভাত খাইলে কর দিতে হবে।
ভাত না খাইলেও কর দিতে হবে,
অন্য কিছু খাইলে আরও বেশি কর দিতে হবে।

ভবিষ্যতঃ পাদ মারলেও কর দিতে।

সরকারি চাকুরি জীবিদের বেতন ১০০% বাড়ানোটাই সরকারের সর্বকালের সেরা ভুল। এটা আমার মতামত, আপনাদের কারও কি দ্বিমত আছে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২

শাহিন বিন রফিক বলেছেন:




ভবিষ্যতটা আমাদের করময় জীবন হবে। বেশ বেশ বেশ ভাল লাগছে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারি চাকুরি জীবিদের বেতন ১০০% বাড়ানোটাই সরকারের সর্বকালের সেরা ভুল। এটা আমার মতামত, আপনাদের কারও কি দ্বিমত আছে?
সরকারি চাকুরিজীবি মোট কতজন ?
যদি সবাই কে কর দিতে হয় দিবেন !!!
বরং আপনারা বেতন বোনাস পান অন্যরা তো পায় না !?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
শুনেছি মার্কিন মুল্লুকে ৩০% হারে কর আদায়ের প্রস্তুতি চলছে

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮

সনেট কবি বলেছেন: বেশ

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুল কেমনে বলেন!

ঐ সময়ে ক্ষমতায় টিকে থাকতে যাতে কর্মচারীরা বিদ্রোহী না হয় তার জণ্য ওভার ডোজ প্রয়োজন ছিল!
কারণ তারাইতো মখা অভিজ্ঞতার জন্ম দিয়েছে! তারা জানে!
এখণ তাদের উদ্দেশ্য সিদ্ধ ঞয়েছে নির্বিঘ্নে সময় পার করেছে!

মাত্র ৩০-৪০ লাখ কর্মচারীর মন রাখতে অবশিষ্ট জনগণকে ( ১৭ কোটি++) কে ঝুকির মূখে ফেলেছে সরকার!
বড়ই বেইনসাফি!!!!!!!!!!!!!!!

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: সরকারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারো নেই।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

কে ত ন বলেছেন: সরকার যদি চায় তো প্রতিবার হাগা মুতার উপরেও কর ধার্য করতে পারে। আপনি আমি বলার কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.