![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক ঘনিষ্ঠ বন্ধু বিয়ে করতে যাচ্ছে শীঘ্রই। সাহায্য চেয়েছে আমার কাছে। আশা করি ব্লগার বন্ধুরা সাহায্য করতে পারবেন।
নবদম্পতির জন্য কোন পদ্ধতি ভালো হবে?
আমি পরামর্শ দিয়েছি কনডম, সাথে ন্যাচারাল জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে। কিন্তু সে পিল/ইনজেকশন ইত্যাদির ব্যাপারেও জানতে চায়।
ধন্যবাদ সবাইকে আগাম।
০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৮
এভাটার বলেছেন: জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাওয়ায় খারাপ কথা আসছে আপনার মুখে?? বসে বসে এডাল্ট মুভি দেখেন তা হলে।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫১
মি: জন বলেছেন: একজন বিশেষজ্ঞ পরিবার কল্যাণ পরিদর্শিকার মতে- একটি কথা জেনে রাখা আবশ্যক। ন্যাচারালী কোন পদ্ধতিকে বুঝাচ্ছেন বুঝতে পারলাম না। তবে সায়েন্স কিন্তু বিভিন্ন সেফ পিরিয়ড বলে যে কথা আছে তাকে সাপোর্ট করে না। আর অন্তুত একটা বেবী হওয়ার পূর্ব পর্যন্ত ইনজেকশন বা পিল না ব্যবহারই উত্তম।
০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৩
এভাটার বলেছেন: জ্বী, আমি সেফ পিরিয়ডের কথাই বলছিলাম। ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫২
মি: জন বলেছেন: এ সময় কনডম পদ্ধতি-ই বেষ্ট।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৪
মি: জন বলেছেন: তবে একটি বেবী হয়ে গেলে কিছু স্বল-মেয়াদি/দীর্ঘ মেয়াদি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আইইউডি/নরপ্লান্ট/ইনজেকশন ইত্যাদি নেয়া যেতে পারে।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৮
সানজিদা হোসেন বলেছেন: পিল/ইনজেকশন দুটোরি কিছু সাইড এফেনক্ট আছে।একটা দুটো বেবি হওয়ার আগে এগুলো ব্যাবহার না করাই ভালো। এগুলো এক ধরনের হরমোন।তাই এর এপ্লিকেশন অনেক সময় পরবর্তীতে গর্ভধারনে জটিলতার সৃষ্টি করে।এটা সবার ক্ষেত্রে হয়না।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৮
bakta বলেছেন: বাইরে ফেলতে বলার পরামর্শ দেন।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৮
মি: জন বলেছেন: সেফ পিরিয়ড মানছেন তো মরছেন। সেফ পিরিয়ড মেনে চলা আমার অনেক নারী কলিগ/পুরুষ কলিগদের স্ত্রীরা অবশেষে আমার স্ত্রীর (ভিজিটর) কাছে গিয়ে সমস্যার সমাধান করেছেন।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০২
মুসাফির... বলেছেন: একটা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ দিয়া সামহয়্যারইন ব্লগের আসক্ত বানায়া দেন- দেখবেন জীবনেও তার কোন বাচ্চা হবে না... আমার মত ... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা... হা...
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৪
টিকলু বলেছেন: আকামডা না কইরলেই তো হয়......
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৬
মি: জন বলেছেন: টিকলু বলেছেন: আকামডা না কইরলেই তো হয়......
আ শব্দটি বাদ দিলেইতো ভাল হয়।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: ভাই আপনার ব্ন্ধু বিয়ে করলেন অথচ সন্তান নিতে চাচ্ছেন না ব্যাপারটা কি? বিয়ে কি শুধুই ভোগের জন্য করেছেন? আনন্দ ভোগ করবেন পুরো মাত্রায় আর দ্বায়িত্ব নেয়ার ক্ষেত্রে গরিমসি - এই মানসিকতা বাদ দিয়ে অনাগত সন্তানের দ্বায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত থাকতে বলুন। নয়ত এমন অবস্থাও হতে পারে যে একটি সন্তানের জন্য ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরেও কাজ হবে না। তাই অন্তত প্রথম দুটি সন্তান পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহনেরই প্রয়োজন নাই। যদি আর্থিক অবস্থা খুব খারাপ হয় অথবা মায়ের স্বাস্থ ভাল না থাকে তাহলে তখন এসব নিয়ে চিন্তা করা যাবে।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
জারনো বলেছেন:
ন্যাচারাল পলিসি ইজ দ্যা বেস্ট পলিসি।
তবে অনেকে ভুল করে দিন ক্ষন ঠিক
রাখতে পারেনা তাই সমস্যা হয়।
আর আর্টিফিসিয়াল পলিসি
অনেকে কমফোর্ট মনে করেনা
তাই bakta এর
পরামর্শ গ্রহণ করতে পারেন।
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৮
বান_দর বলেছেন: "ঐ কাম"-নাকরাটাই ভাল পদ্ধতি।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৭
নীলতারা বলেছেন: সেফ পিরিয়ড আর ডেঞ্জার পিরিয়ডের থিউরিটা কতোটুকু সত্য জানিনা। তবে বেস্ট হচ্ছে- (ভালো ইংরেজি জানিনা- বাংলাতেই বলি বাইরে বীর্যপাত করা। এতে শরীরের কোনো ক্ষতি নেই।
কন্ডম, ইনজেকশন আর পিল সবগুলোই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। অতিরিক্ত কন্ডম ইউজ করলে একটা সময় ঝামেলা হয়ে যায়...
: কমেন্টটি মুছে দিয়েন
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২১
সত্য কথায় যত দোষ ! বলেছেন: সীল-গালা কইরা দেন।
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৬
মরুভূমি থেকে বলছি বলেছেন: দরকারি পোস্ট +++++++++++++++++++++
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
পাকা খেলোয়াড় বলেছেন: মাইনড কইরেন না , tubectomy আর vasectomy কইরা দেন । সারা জীবন কাইত চিত কইরা লাগাক আর হুইয়া থাউক, মাগার কুন পুলাপাইন এর টেনশন নাইক্কা ।
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪১
নিঃসংগ যোদ্ধা বলেছেন: সীল-গালা কইরা দেন।
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
নিঃসংগ যোদ্ধা বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
নিঃসংগ যোদ্ধা বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
নিঃসংগ যোদ্ধা বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
নিঃসংগ যোদ্ধা বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
নিঃসংগ যোদ্ধা বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৩
আইনউদদীন বলেছেন: bakta বলেছেন: বাইরে ফেলতে বলার পরামর্শ দেন।
এটা অনেক রিস্কি পদ্ধতি । প্রথম বাচ্চা নেবার আগে কনডম বেস্ট
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৪
মামুনুল হক মনা বলেছেন: what about backside???
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
মনপাগল বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫০
আইনউদদীন বলেছেন: ২৪ নং মন্তব্য প্রথমবার পোস্ট পড়লে স্বাভাবিক যে প্রতিক্রিয়া হয় তার থেকে দিয়েছি ।
এখন আপনার পোস্টের ব্যাপারে আমার অর্জিত ধারণার কথা বলি ঃ
সেইটা হইতেসে আপনি এই পোস্ট মনোযোগ আকর্ষণ আর হিটের জন্য দিসেন । কারণ আপনার এবং আপনার বন্ধু নিশ্চয় পৃথিবীতে বন্ধুহীন নন যে এর উত্তর দেবার মত বন্ধু আপনাদের নাই ।
ওকে! জাকারিয়া রকস
২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৫
সুদীপ্ত কর বলেছেন: নিঃসংগ যোদ্ধা বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
এইগুলা ব্লগে করার মত প্রশ্ন না। গুগলে সার্চ করলেই পারতেন।
জাকারিয়া স্যারের কে হন আপনি?
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৭
মনিরুল ইসলাম বাবু বলেছেন: এই উপকারী পোস্ট আঠা দিয়া সামুতে চিরস্থায়ী ভাবে লটকানো হোক ।
৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৬
গেমার বয় বলেছেন: সীল-গালা কইরা দেন !!!
৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৯
Observer বলেছেন: আপনার পোস্ট পড়ে ( ) পানি এসে গেল
পোস্ট স্টিকি করা হোক।
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০২
sumon3d বলেছেন: আপনার বন্ধু জানতে চাই না আপনি জানতে চান???সত্যি করে বলেন তো।দেখি বুকের পাটা।
৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ব্যারিয়ার মেথড বেস্ট
৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৭
নীল ফিউজিটিভ বলেছেন: পিরিয়ড শুরুর দিন থেকে পিল খেতে হয়। তবে নিয়মিত সেবনে অনেক সময় শারীরীক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কনডম ব্যবহার করা যেতে পারে। কনডম ব্যবহারে সাবধানী হতে হয়, যেন ছিঁড়ে না যায়। কনডম ব্যবহার পুরো মাস করার দরকার নেই, কারণ পিরিয়ড শুরুর দিন থেকে ১৭-১৮ দিন পর্যন্ত প্রেগনেন্সি পিরিয়ড আর মাসের বাকি দিনগুলো কনডম ব্যবহার করার কোন প্রয়োজন নেই। সেক্ষেত্রে অবশ্যই যে কাওকে পিরিয়ডের নেক্সট ডেট অবশ্যই মনে রাখতে হবে।
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১২
স্বল্পজ্ঞানী বলেছেন: সেক্স না করা সবচেয়ে নিরাপদ।
৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪
মোশারফ হোসেন শামীম বলেছেন: প্রথম সন্তান নেয়ার আগে পিল না খওয়া ভাল, এই ক্ষেত্রে কনডম উত্তম। তবে বিয়ের পর দ্রুত সন্তান নেয়া ভাল।
৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪২
জারনো বলেছেন: মামুনুল হক মনা বলেছেন: what about backside???
এতে শতভাগ এইডস হবার সম্ভবনা আছে।
ইসলাম ধর্মে এটা ১০০ ভাগ নিষিদ্ধ।
৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
আইনউদদীন বলেছেন: জারনো বলেছেন: মামুনুল হক মনা বলেছেন: what about backside???
এতে শতভাগ এইডস হবার সম্ভবনা আছে।
ইসলাম ধর্মে এটা ১০০ ভাগ নিষিদ্ধ
@ এইটা কি বল্লেন ? তার মানে সামনে দিয়া করলে এইডস হইব না ? আরে একজন যদি এইডসবাহি থাকে তাইলে সামনে আর পিছনে কি - কনডম না ব্যবহার করলেই এইডসের ঝুঁকি
৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭
আমি হনুমান বলেছেন: জন স্বার্থে এই পোস্ট স্টিকি করা হোক।
সবরি কলা মানে কনডম ই ভালা
৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪০
আমি হনুমান বলেছেন: sumon3d বলেছেন: আপনার বন্ধু জানতে চাই না আপনি জানতে চান???সত্যি করে বলেন তো।দেখি বুকের পাটা।
ইডা জানতে চাওয়ায় অন্যায় কি করছে!!!
২৭/৩=৯ দিন ১ম আর শেষ ৯দিন কলা ছাড়া বাকি কদিন কলা সহ
তয় রিসক এড়াতে ৯-১ করে নিতে পারেন. তবে এই ব্যাপারে ফুটা অলার টাইম টেবল [২৮ দিন] এলোমেলো হওয়া চলবে না
গুড লাক
৪২| ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪০
এভাটার বলেছেন: ধন্যবাদ সবাইকে। পোষ্টের প্রিন্ট আউট আমার বন্ধুর কাছে পৌছেঁ দেয়া হয়েছে। বাকী বিবেচনা তার।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৬
অগ্নি দগ্ধ বলেছেন: এটা কি ধরনের পোষ্ট দিলেন। মুখদি খারাপ কথা আসে,