নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মই আমার আজন্ম পাপ.....।

জিসান রাহমান

নীরবতায় বাঁচি, সত্যকে খুঁজি।

জিসান রাহমান › বিস্তারিত পোস্টঃ

বিপথগামী তরুণ প্রজন্ম- দায়ী কে?

২৪ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৪

বয়সে বড় যেকোন কারো কাছেই শুনবেন তরুণ প্রজন্ম নিয়ে হাহাকার। তরুণ প্রজন্ম নষ্ট হয়ে গিয়েছে। তারা বিপথগামী হয়ে গেছে। কোন ভালো কাজেই তাদের পাওয়া যায়না। তরুণ সমাজের এই অবক্ষয়ের জন্য দায়ী কে?

কারণ অনুসন্ধান করতে হলে আমাদের কয়েক বছর পেছনে যেতে হবে। আজকের যুব সমাজ একদিনে বিপথে যায়নি। একসময় তারা শিশু ছিলো। তখন তারা নিজেরা কিছুই করতে পারতোনা। দেখে দেখে শিখছিলো। আমাদের সমাজ তাদের শিখিয়েছিলো "ক্ষমতাই সব, মানবতা বলে কিছু নেই।" এই সমাজই তাদের শিখিয়েছিলো, "নারী মানেই ভোগের বস্তু।" এখানে সেই শিশুগুলোর দোষ কোথায়?

একটি শিশু যখন বড় হয় ধীরে ধীরে; আমরা তার হাতে বই তুলে দিইনা। তুলে দেই টিভি বা মোবাইলকে। তাদেরকে শিক্ষামূলক কিছু শিখাইনা; বদলে তাদের অশ্লীল কুরুচিপূর্ণ নাচ কিংবা সিনেমা তুলে দিই। পোশাকের বিবেচনায় অশ্লীল বলছিনা। অশ্লীল বলছি পরিচালকের কুরুচিপূর্ণ বিকৃত চিন্তাধারাকে; যেখানে নারী মাত্রই ভোগ্য পণ্য, কামের পিপাসি- হিসেবে তুলে ধরা হয়। আমরা শিশুটিকে নিম্ন আয়ের পরিবারের সাথে মিশতে দিইনা। মিশতে দেই ধনীক পরিবারে; যেখানে টাকা মানেই সব। রাজনীতি সম্পর্কে তাকে জানাই না; তাকে রাজনীতি মানেই খারাপ শিখাই। ঘরের কাজের সহকারী'কে সাহায্য করতে তাকেশিখাই না; শিখাই তাকে শাসন করতে। জন্মের পর থেকেই তাকে আমরা বড় মানুষ হতে শিখাই; কেউ আমরা একটিবারও তাকে ভালো মানুষ হতে শিখাই না। বোঝ হওয়ার পর থেকেই জাতি-ধর্ম-শ্রেণি বিভেদ তাকে আমরা শিখিয়ে দিই; সবাই যে মানুষ এটা শিখাই না।

প্রাইমারী শিক্ষা অবস্থায় তার হাতে বই তুলে দেওয়ার বদলে তার হাতে তুলে দিই মোবাইল। কবিতা পড়ানোর বদলে তাকে শিখাই কিভাবে ক্ষমতা লাভ করতে হয়। যার ফলাফল উচ্চ মাধ্যমিকে গিয়ে তার হাতে বইয়ের বদলে শোভা পায় অস্ত্র।

দেশকেন্দ্রিক চিন্তাধারা বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিক চিন্তাধারাটা করা আমরাই তাদের শিখিয়েছি। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরাই তাদের শিখাইনি; আবার আমরাই বলি তাদের মুক্তিযুদ্ধের চেতনা কোথায়! সুশিক্ষায় শিক্ষিত হতে আমরাই তাদের দিইনি; আবার প্রশ্ন তুলি শিক্ষা কোথায়! জন্ম থেকেই সার্টিফিকেট, ক্ষমতা, টাকা- এগুলাই সব আমরা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি; এতে তাদের দোষ কোথায়? তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার সবচেয়ে বড় ব্যার্থতা আমাদের সমাজেরই। নিজের দোষ কেউ নিজে স্বীকার করতে চায়না। তাই সমাজও তার দোষ মেনে না নিয়ে সব দোষ তরুণ প্রজন্মের উপর চাপায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

সিনবাদ জাহাজি বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.